Home /News /entertainment /
সবার মুখেই মাস্ক, বউ-ছেলেদের সঙ্গে নিয়ে সিনেমায় গেলেন হৃতিক !

সবার মুখেই মাস্ক, বউ-ছেলেদের সঙ্গে নিয়ে সিনেমায় গেলেন হৃতিক !

এবার সেই পথেই হাঁটলেন হৃতিক রোশন ও তাঁর পরিবার ৷

 • Share this:

  #মুম্বই: করোনার পর থেকেই প্রথমে লকডাউন, লকডাউনের ফলে সিনেমার শ্যুটিং বন্ধ, সিনেমাহল বন্ধ৷ বিনোদন জগতে যেন অন্ধকার নেমে এসেছিল৷ তারপর শেষমেশ লকডাউন উঠতেই সিনেমাহল খুলল ৷ সিনেমা হলগুলিতে করোনা বিধিও মানা হচ্ছে নিয়ম করেই ৷ তবুও মানুষের মনে আতঙ্ক৷ আর তাই তো একের পর এক সিনেমা মুক্তি পেলেও, সিনেমাহলে দর্শক সংখ্যা খুবই কম ! এই অবস্থায় সেলিব্রিটিরা সাধারণ মানুষের কাছে সুস্থ মেসেজ পৌঁছে দিতে নিজেরা যাচ্ছেন সিনেমা হলে৷ মাল্ক পরে, হাতে স্যানিটাইজার নিয়ে দিব্য সিনেমাহলে গিয়েই উপভোগ করছেন সিনেমা৷ লকডাউন ওঠার পর আমির খান তাঁর মেয়েকে নিয়ে গিয়েছিলেন, কিয়ারা আডবানিও গিয়েছিলেন৷ এবার সেই পথেই হাঁটলেন হৃতিক রোশন ও তাঁর পরিবার ৷

  সম্প্রতি হৃতিক তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একটি ছবি যেখানে দেখা গিয়েছে মাস্ক পরে সিনেমার পর্দায় নজর রেখেছেন হৃতিক রোশন ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান ৷ সঙ্গে রয়েছেন দুই ছেলে রিহান ও রিদান ৷ ছবি পোস্ট করে হৃতিক লিখলেন, ‘ওয়ান্ডার উইম্যান দেখতে এসেছি ৷ সঙ্গে আমার পরিবার৷ এটাই আমার ওয়ান্ডারল্যান্ড ৷ মুখে মাস্ক রয়েছে ৷ সিনেমাহল করোনা বিধি দারুণভাবে মেনে চলছে৷ আসলে, সিনেমাহলে সিনেমা দেখার মজাই আলাদা ৷ এরকম প্রোজেকসন, এরকম আওয়াজ আর কোথায় ! থ্যাঙ্ক ইউ...সিনেমাহল কর্তৃপক্ষকে..’
  Published by:Akash Misra
  First published:

  পরবর্তী খবর