#মুম্বই:কার জন্মদিন আর কে পেলেন উপহার ! কার জন্মদিন আর কার হলো স্বপ্নপূরণ ! হ্যাঁ, একেই বলে মায়ানগরী মুম্বই৷ এখানে সব কিছু হতে পারে, এখানে সব ম্যাজিক চলতে পারে ৷ তবে আপাতত যা খবর রয়েছে, তাতে দেখা যাচ্ছে খুব শীঘ্রই বড় পর্দায় ম্যাজিক ছড়াবেন হৃতিক ও দীপিকা পাড়ুকোন ৷ হ্যাঁ, পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘ফাইটার’-এ একসঙ্গে দেখা যাবে দীপিকা ও হৃতিক ৷
একই সিনেমায় দীপিকা-হৃতিকের জুটি বাঁধা নিয়ে এতদিন ধরে কানাঘুষো চলছিলই বলি পাড়ায় ৷ তবে কেউ বুঝতে পারছিলেন না কোন প্রোজেক্টের জন্য হ্যাঁ করেছেন বলিউডের এই দুই হট ফেভারিট অভিনেতা৷ এমনকী, দু’জনকে একসঙ্গে স্ক্রিপ্ট পড়তেও দেখা গিয়েছিল ৷