• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • Hrithik Roshan Birthday | Vikram Vedha: জন্মদিনে সামনে এল হৃত্বিক রোশনের নতুন ছবি 'বিক্রম বেদা'র ঝলক, দেখুন

Hrithik Roshan Birthday | Vikram Vedha: জন্মদিনে সামনে এল হৃত্বিক রোশনের নতুন ছবি 'বিক্রম বেদা'র ঝলক, দেখুন

Hrithik Roshan Birthday | Vikram Vedha

Hrithik Roshan Birthday | Vikram Vedha

এটি ব্লকবাস্টার তামিল ক্রাইম থ্রিলার ছবির হিন্দি রিমেক হতে চলেছে বলিউডে (Hrithik Roshan Birthday | Vikram Vedha)।

 • Share this:

  #মুম্বই: প্রতীক্ষা মতোই হৃত্বিক রোশনের জন্মদিনে সামনে এল অভিনেতার পরের ছবি 'বিক্রম বেদা'-র ঝলক (Hrithik Roshan Birthday | Vikram Vedha)। এটি ব্লকবাস্টার তামিল ক্রাইম থ্রিলার ছবির হিন্দি রিমেক হতে চলেছে বলিউডে (Hrithik Roshan Birthday | Vikram Vedha)। তামিলেও এই একই নাম ছিল ছবিটির। ছবিতে কেমন হবে হৃত্বিকের লুক, সেটিই প্রকাশ্যে এসেছে ১০ জানুয়ারি, অভিনেতার জন্মদিনে (Hrithik Roshan Birthday | Vikram Vedha)। ছবির প্রযোজনা সংস্থা টি-সিরিজ ও রিলায়েন্স এন্টারটেনমেন্টের তরফে অভিনেতার জন্মদিনে ভক্তদের এই রিটার্ন গিফট দেওয়া হয়েছে। এই ছবিতে দেখা যাবে সইফ আলি খান ও রাধিকা আপ্টেকেও।

  হৃত্বিক রোশন নিজেও সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রথম লুক শেয়ার করেছেন। ছবিটির একটি অ্যাকশন দৃশ্যে তাঁর লুক শেয়ার করেছেন তিনি। সারা মুখে দাড়ি-গোঁফ এবং কালো গ্লাসে চোখ ঢাকা নায়কের। একেবারেই ছকভাঙা চেহারায় এই ছবিতে ধরা দিতে চলেছেন অভিনেতা। তামিল ছবিটিতে আর মাধবন ও বিজয় সেতুপতিকে দেখা গিয়েছিল। ২০১৭ সালে তামিল ছবির সবচেয়ে বড় হিট ছবি ছিল এটি। ছবিতে বেদা চরিত্রে রয়েছেন হৃত্বিক। এদিন ছবি শেয়ার করে শুধু বেদা শব্দটিই তিনি ক্যাপশনে লিখেছেন।

  আরও পড়ুন: এবার জন্মদিন পালন করছেন না হৃতিক রোশন! কিন্তু কেন, প্রশ্ন অনুরাগীদের

  ছবিটির লেখক ও পরিচালক পুষ্কর এবং গায়ত্রী। বিক্রম ও বেতালের গল্পের উপর নির্ভর করেই এই ছবির কাহিনি লেখা হয়েছে। একজন কঠিন পুলিশ অফিসার ও এক গ্যাংস্টারের গল্প রয়েছে এই ছবিতে। সঙ্গে টান টান ক্রাইম রহস্য। এদিন ৪৮ বছরে পা দিলেন হৃত্বিক রোশন। স্বাভাবিক ভাবেই হৃতিকের অনুরাগীরা তাঁর জন্মদিন নিয়ে বেশ উচ্ছ্বসিত। টুইটারেও এই মুহূর্তে #hastaghappybirthdayhrihik ট্রেন্ডিং। কিন্তু দুঃখের বিষয় হল, অনুরাগীরা উচ্ছসিত হলেও, তাঁরা এবার হৃতিকের জন্মদিন সেলিব্রেশনের কোনও ঝলক দেখতে পাবেন না।

  আরও পড়ুন: সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন এই বলি তারকারা, তালিকায় নতুন কে?

  প্রতি বছর নিজের বাড়ির বাইরে এসে অনুরাগীদের দেখা দেন হৃতিক। অনুরাগীরাও তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। সংবাদমাধ্যমের সামনে কেকও কাটেন হৃতিক এবং কথাও বলেন। কিন্তু এই বছর এর কোনওটাই হচ্ছে না। কারণ এই বছর, হৃতিক জন্মদিন পালন করছেন না। জানিয়েছে তাঁরই এক ঘনিষ্ঠ সূত্র। বলিউড লাইফ-এর প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আংশিক লকডাউন চলছে। আর তাই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জন্মদিন পালন করছেন না হৃতিক।

  Published by:Raima Chakraborty
  First published: