#মুম্বই: শাহরুখ খানের হাইভোল্টেজ ড্রামা, ‘রইস’-এ সঙ্গে লড়তে হয়েছে হৃত্বিকের ‘কাবিল’কে৷ বক্স অফিসে রইস জোরজার এন্ট্রি নিলেও, হৃত্বিকের কাবিল পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে ৷ বিশেষ করে সমালোচকরা প্রশংসা করেছেন অন্ধের চরিত্রে হৃত্বিকের অভিনয়ে ৷
তবে ছবি মুক্তির আগেই হৃত্বিক যে মানুষ হিসেবে একেবারেই ‘কাবিল’, তা প্রমাণ করেছেন কাজে৷ হৃত্বিক সম্প্রতি চক্ষুদানের জন্য যুক্ত হয়েছেন মুম্বইয়ের এক হাসপাতালের সঙ্গে ৷ তবে ব্যাপারটাকে মিডিয়ার সামনে আনতে চাননি রোশন পরিবার ৷ রাকেশ রোশন পরে জানিয়েছেন, ‘কাবিলের প্রোমোশন হিসেবে এই ব্যাপারটাকে দেখতে চায়নি হৃত্বিক ৷ জন্মদিনের সেরা উপহার হিসেবে, চক্ষুদানটাই রেখেছিলেন হৃত্বিক ৷’
তবে সম্প্রতি হাসপাতালের ডাক্তার নটরাজন ট্যুইট করেছেন হৃত্বিক ও রাকেশ রোশনের ছবি ৷ ছবিতে দেখা যাচ্ছে, হৃত্বিক সই করছেন চক্ষুদানের ফর্মে !
তবে বলিউডে চক্ষুদানের ঘটনা এই প্রথম নয়, এর আগে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, সোনাক্ষি সিনহাও রয়েছেন চক্ষুদানের তালিকায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Eye Donate, Hrithik Roshan, Kaabil