#কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের ছবি হেমলক সোসাইটির জন্য অবসাদে থাকা এক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কোয়েল ৷ সেই চরিত্রের প্রয়োজনেই মানসিক অবসাদ নিয়ে পড়াশুনোও করেছিলেন তিনি ৷ তবে ছবির জন্য নয়, বাস্তবেও কোয়েল মল্লিক সাইকোলজি নিয়ে পড়াশুনো করেছেন ৷ সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা তাই কিছুতেই মেনে নিতে পারছেন না নায়িকা ৷ কীভাবে মানসিক অবসাদ মানুষকে শেষ করে দেয়, তা যেন ভাবিয়ে তুলছে সদ্য মা হওয়া কোয়েল মল্লিককে ৷ তাই তো নিজের ফ্যানদের এবং গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষকে ভাল থাকার পাসওর্য়াড নিজেই শেয়ার করলেন টলিউডের মিষ্টি নায়িকা কোয়েল ৷
কোয়েল তাঁর ইনস্টাগ্রামে পুরনো এক ভিডিও শেয়ার করে সবাইকে জানালেন মেন্টাল হেলথের দিকে নজর দেওয়া কতটা জরুরী ৷ আর কীভাবে মানসিক অবসাদ থেকে নিজেকে দূরে রাখবেন বা কাটিয়ে উঠবেন তাও জানালেন কোয়েল ৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Koel Mallick, Sushant singh Rajput