corona virus btn
corona virus btn
Loading

লকডাউনে ভারতে আটকে হলিউড অভিনেতা,জয়পুরের হোটেলে শুধু কলা খেয়ে আছেন বেঁচে !

লকডাউনে ভারতে আটকে হলিউড অভিনেতা,জয়পুরের হোটেলে শুধু কলা খেয়ে আছেন বেঁচে !

এখন জীবন বাঁচলেই হয়, কোনও মতে আমেরিকা যেতে পারলেই শান্তি ৷ কিন্তু সে শান্তি কী আর সহজে আসবে, তাই হাতে এখন শুধু কলা-বাদাম !

  • Share this:

#মুম্বই: দেখুন লকডাউনের ফল ৷ হলিউডের জনপ্রিয় অভিনেতা জিওফ্রে গিলানোর কী অবস্থাই না করে ছাড়ল এদেশে লকডাউন ৷ এখন জীবন বাঁচলেই হয়, কোনও মতে আমেরিকা যেতে পারলেই শান্তি ৷ কিন্তু সে শান্তি কী আর সহজে আসবে, তাই হাতে এখন শুধু কলা-বাদাম !

কাণ্ডটা হল, স্করপিয়ন কিং ও দ্য ফিফথ এক্সিকিউশনের মতো ছবির অভিনেতা জিওফ্রে গিলানো ছেলেকে ভারতে নিয়ে এসেছিলেন লাইপোসাকশন অপারেশনের জন্য ৷ আসার পর ঘুরেও দেখেছেন দেশের কিছু জায়গা ৷ ছেলেকে নিয়ে গিয়েছিলেন তাজমহলও ৷

জয়পুরের এক হোটেলে উঠেছিলেন তিনি ৷ ভেবে ছিলেন দু’সপ্তাহ মতো থেকে চিকিৎসা সেরে ফিরবেন নিজের দেশে৷ ব্যস হঠাৎ করে করোনার আক্রমণ আর লকডাউন৷ একেবারেই আটকে পরেন অভিনেতা ও তাঁর ছেলে৷ জয়পুরের হোটেলেই হয়ে যান বন্দি ৷ লকডাউনের ফলে এমন দশা যে এখন মুখে উঠছে কলা আর বাদাম !

Published by: Akash Misra
First published: May 31, 2020, 5:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर