• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিয়ের সাজে হিনা খান ! পাত্র কে ? সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অভিনেত্রীর ভিডিও

বিয়ের সাজে হিনা খান ! পাত্র কে ? সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অভিনেত্রীর ভিডিও

photo source you tube

photo source you tube

হিনাকে বিয়ের সাজে দেখা যেতেই দর্শকের মনে নানা প্রশ্ন জেগে ছিল। তবে সব প্রশ্নের অবসান ঘটায় এই ভিডিও।

 • Share this:

  #মুম্বই: হিনা খান। বলিউডের জনপ্রিয় টিভি অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। শুধু তাই নয় তিনি বিগবসে অংশ গ্রহণ করেছিলেন। সলমন খানের ঘরে সবচেয়ে বেশি মানুষের মন জয় করে সেরার শিরোপাও পেয়েছিলেন। মিষ্টি, শান্ত গৃহবধুর চরিত্র থেকে সোজা বিগবস। এমনকি একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কি'-র রিমেকে তিনি কমলিকার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। কমলিকার স্টাইল দেখতে পাগল হয়ে উঠেছিল নেট দুনিয়া। তুমুল ভাইরাল হয়েছিলেন তিনি। সেখান থেকে একতা কাপুরের ধারাবাহিক 'নাগিন ৫' ফের একবার মানুষের মন জয় করেছেন তিনি।

  'নাগিন ৫'-এ তাঁর ও ধীরজ ধুপরের জুটি সকলের নজর কাড়ে। এর পরই ধীরজ ও হিনা নতুন কাজ শুরু করেন। 'হামকো তুম মিল গেয়ে' গানে এখন ছেয়ে গিয়েছে নেট দুনিয়া। হিনা ও ধীরজকে দেখে মুগ্ধ সকলেই।

  হিনাকে বিয়ের সাজে দেখা যেতেই দর্শকের মনে নানা প্রশ্ন জেগে ছিল। তবে সব প্রশ্নের অবসান ঘটায় এই ভিডিও। হিনা ও ধীরজ খুব সুন্দর চরিত্রে অভিনয় করেছেন এই মিউজিক ভিডিতে। এই মিউজিক ভিডিওটি বানিয়েছেন বিশাল মিশ্রা। তিনিই গানটি গেয়েছেন ও লিখেছেন। মিউজিক ভিডিতে দেখা যায় হিনার স্বামী অর্থাৎ ধীরজ একটি দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। সেই পঙ্গু স্বামীকেই ফের নিজের পায়ে চলতে সাহায্য করছেন হিনা। ধীরজ এখানে এক পাইলটের চরিত্রে অভিনয় করেছেন। এই ভিডিও ইতিমধ্যেই কয়েক মিলিয়ন ভিউ পেয়েছে। ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে বিয়ের সাজে হিনার এই ভিডিও মানুষের প্রশংসাই পেয়েছে। বিশাল মিশ্রার গানের গলাও অসাধারণ।

  Published by:Piya Banerjee
  First published: