#মুম্বই: রাধে শ্যাম নিয়ে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। এবার সেই জল্পনার আগুনে আরও একটু ইন্ধন সংযোগ করলেন ছবির হিরো প্রভাস (Prabhas)। সম্প্রতি নিজের Instagram অ্যাকাউন্টে একটি নিউ লুক শেয়ার করে প্রভাস জানান, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-এর দিন রাধে শ্যামের এক ঝলক নিয়ে হাজির হচ্ছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে, শরতের মরশুম। চারদিকে ঝরে পড়ছে ম্যাপলের পাতা। ইউরোপের কোনও রাস্তায় মাস্টার্ড কালার টি-শার্ট ও কালো প্যান্ট পরে হেঁটে চলেছেন প্রভাস। ক্যাপশনে লেখা- ভ্যালেন্টাইনস ডে-তে দেখা হবে...।
View this post on Instagram
ছবির পরিচালনা করছেন রাধাকৃষ্ণ কুমার (Radha Krishna Kumar)। ইতিমধ্যেই ইংরেজি, হিন্দি, তেলুগু, তামিল, মলয়ালম ও কন্নড় ভাষায় রিলিজ করেছে ছবির পোস্টার। সব ঠিক থাকলে ভ্যালেন্টাইনস ডে-এর দিন হয় তো সিনেমা রিলিজের তারিখও জানা যাবে। প্রসঙ্গত, গত বছর প্রভাসের জন্মদিনে রাধে শ্যামের একটি ছোট ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেখানেই VFX-এর বেশ দুর্দান্ত কিছু কাজ নজরে এসেছিল।
সূত্রে খবর, ছবিতে প্রভাসের লুক নিয়েও বিস্তর রিসার্চ করা হয়েছে। চেনা লুক থেকে একটু ভিন্ন দেখাবে সুপারস্টার প্রভাসকে। এক্ষেত্রে ছবির গ্রাফিক্স আর ভিজ্যুয়াল দর্শকদের একদম ভিন্ন স্বাদ দেবে। এই সিনেমায় একজন রাজকুমারীর চরিত্রে অভিনয় করবেন পূজা হেগড়ে (Puja Hegde)। চরিত্রের নাম প্রেরণা।
View this post on Instagram
শোনা যাচ্ছে, গল্পের মুডের কথা মাথায় রেখে ইতালি, জর্জিয়া ও ইয়োরোপের বেশ কয়েকটি রোম্যান্টিক লোকেশনে ছবিটির শ্যুটিং করা হয়েছে। ১৯৭০ সালের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই রোম্যান্টির পিরিয়ড লাভ স্টোরি প্রেমকে এক নতুন আঙ্গিকে তুলে ধরবে। তবে, এ নিয়ে বেশি কিছু জানাতে নারাজ ছবির নির্মাতারা। করোনার জেরে হায়দরাবাদেও না কি একটি সেট তৈরি করা হয়েছিল। সিনেমার বেশ কিছু অংশ সেখানেও শ্যুটিং করা হয়েছে। প্রভাস ও পূজা হেগড়ে ছাড়া প্রিয়দর্শী (Priyadarshi) ও ভাগ্যশ্রীকেও (Bhagyashree) দেখা যাবে এই ছবিতে। ছবির রোম্যান্টিক মুডকে ফুটিয়ে তুলতে কাজ করছেন সিনেমাটোগ্রাফার মনোজ পরমহংস (Manoj Paramahamsa)। এই বিগ বাজেট ছবির প্রযোজনা করেছেন বিক্রম রেড্ডি (Vikram Reddy), বংশী কৃষ্ণ রেড্ডি (Vamsi Krishna Reddy) ও প্রমোদ উপলাপতি (Pramod Uppalapati)।