Home /News /entertainment /
গণেশ চতুর্থীতে হেমা মালিনী-এষা দেওলের নাচে কাঁপতে চলেছে টিভি, মা-মেয়ের নাচে উঠবে ঝড় সোশ্যাল মিডিয়ায়!

গণেশ চতুর্থীতে হেমা মালিনী-এষা দেওলের নাচে কাঁপতে চলেছে টিভি, মা-মেয়ের নাচে উঠবে ঝড় সোশ্যাল মিডিয়ায়!

হেমা মালিনী ও এষা দেওল ৷ সংগৃহীত ছবি ৷

হেমা মালিনী ও এষা দেওল ৷ সংগৃহীত ছবি ৷

এছাড়াও স্টার প্লাসের গণেশ চতুর্থীর বিশেষ অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে সোনু সুদ, শিল্পা শেট্টি. সব মিলিয়ে এক জমজমাট শো নজর কাড়তে আসছে

 • Share this:

  #মুম্বই: আগামী শনিবার অর্থাৎ ২২ অগাস্ট সারা দেশে গণেশ চতুর্থী পালিত হতে চলেছে ৷ শনিবার থকে মহারাষ্ট্রে গণেশ উৎসবের সূচনা হচ্ছে চলবে ১১ দিন পর্যন্ত ৷ মহারাষ্ট্রের ওলিতে গলিতে, শহরতলিতে গণেশ বন্দনায় মেতে ওঠেন সবাই ৷ ১১ দিন উৎসবের পরে মন ভারাক্রান্ত করে আসে বিসর্জনের সেই করুণ মুহূর্ত ৷ অন্যবারের তুলনায় এই বছর গণেশ পুজোয় অন্যতম আকর্ষণ বলিউডের স্বপ্নসুন্দরী হেমা মালিনী ও তাঁর মেয়ে এষা দেওলের নাচ ৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই যাবতীয় জমায়েত নিষিদ্ধ হয়েছে এই বছর ৷

  হেমা মালিনী ও এষা দেওলের নাচের যুগলবন্দিতে কাঁপতে চলেছে মঞ্চও ৷ স্টার প্লাসের গণেশ চতুর্থীর বিশেষ অনুষ্ঠানে দর্শকদের সামনে উপহার হিসাবে থাকবে মা ও মেয়ের জমাটি নাচ ৷ সেই অনবদ্য পারফরমেন্সের ভিডিও চ্যানেলের ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ৷ স্টার প্লাসের গণেশ চতুর্থীর বিশেষ অনুষ্ঠানে হেমা মালিনী, এষা দেওল ছাড়াও দেখতে পাওয়া যাবে সোনু সুদ, শিল্পা শেট্টি-সহ প্রমুখদের ৷

  টেলিভিশনের রাম-সীতা অর্থাৎ অরুণ গোভিল ও দীপিকা চিখলিয়াও একসঙ্গে পারফর্ম করেছেন ৷ থাকছে সেই আকর্ষণও যা বিনোদনের মাত্রাকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে ৷ টেলিভিশনের এই জমাটি গণেশ চতুর্থীর অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের আত্মার প্রতিও ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Ganesh Chaturthi

  পরবর্তী খবর