#মুম্বই: করোনা ভাইরাসের কোপে পড়ে গোটা বিশ্ব এখন প্রায় স্তব্দ ৷ গোটা দেশেই এখন লকডাউন চলছে ৷ আর এই লকডাউনের ফলে সাধারণ থেকে সেলেব সবাই এখন ঘরবন্দি ৷ সম্প্রতি এই লকডাউন নিয়ে এক সমীক্ষায় জানা গিয়েছে, এই পিরিয়ডে নাকি পারিবারিক হিংসা বেড়েই চলেছে ৷ বেড়েই চলেছে দাম্পত্য কলোহ ৷ আর এই কলোহের মধ্যেই পড়ে গেলেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনীধি চৌহান !
একটি ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, ৮ বছরের সম্পর্ক ভেঙে সুনীধি চৌহান নাকি তাঁর স্বামী হিতেশ সোনিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে চলেছেন ! লকডাউনের মাঝেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন সুনীধি ৷ বলিউডে এরকমই গুঞ্জন চলছে বেশ কিছু দিন ধরে, যে সুনীধি ও হিতেশ নাকি বেশ কিছুদিন ধরে রয়েছেন সেপারেশনে ৷
তবে এই গুঞ্জনকে একেবারেই নসাৎ করেছেন সুনীধির স্বামী হিতেশ ৷ তাঁর কথায়, এই খবর একেবারেই মিথ্যে, আমি আর সুনীধি একেবারেই একসঙ্গে আছি ৷ এক ছাদের তলায়, ঘরের কাজ করে সময় কাটাচ্ছি এই লকডাউনে ৷ এমনকী, সুনীধি আমাকে দিয়ে বাসনও মাজিয়েছে ৷ হয়তো বাসন ঠিক করে না মাজার কারণেই আমাকে ডিভোর্স দেবে সুনীধি !
বিয়ে ভাঙার খবরকে রসিকতা উড়িয়েছেন সুনীধির স্বামী হিতেশ৷ কিন্তু এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন সুনীধি চৌহান৷
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood Hindi Music, Bollywood Singer, Bollywood Songs