#মুম্বই: আচ্ছা হারমান বাওয়েজাকে মনে আছে ? ওই যে সেই বলিউডের নায়ক, যাকে দেখে আপনার হৃতিকের কথা মনে পড়বেই ৷ এমনকী, গানের তালে সে হৃতিকের মতো নাচতেও পারত ৷ সুঠাম জিম করা চেহারা ৷ ঝকঝকে অবয়ব ৷ সব মিলিয়ে ২০০৮ সাল নাগাদ যখন হারমান বলিউডে লঞ্চ হলেন, তখন বক্স অফিস মুখ থুবরেও পরলেন৷ ছবির নাম ‘লাভ ২০৫০’ ৷ তবে সিনেমা চলুক না চলুক, ২০০৮ সালেই লেডি লাভ খুঁজে পেয়ে গেলেন হরমান৷ প্রিয়াঙ্কা চোপড়া ! হ্যাঁ, ঠিকই পড়েছেন, নিক জোনাসের ঘরণী এক সময় হরমানে লাভ হরমোনেও ডুব দিয়েছিলেন ৷ প্রায় বিয়ে হবে হবে, রটেও গিয়েছিল ৷ তবে অবশেষে পাখি উড়ল বিদেশে ৷ আর হরমানের হাত থেকে প্রিয়াঙ্কা ফসকে গেল, সিনেমাও !
সেই হরমান বাওয়েজাই ফের এলেন খবরের শিরোনামে৷ তবে এবার আর সেই সুঠান হৃতিকমার্কা চেহারা নয় ৷ বরং মেদ গজিয়ে হরমানকে এখন চেনা দায় ৷ ২০৫০ আসতে অনেক দেরি ৷ আর পুরনো প্রেম এখন নিকের কোলে দোল খাচ্ছে, তাই আর ভেবে কী কাজ? ২০২০ তেই বিয়ে পিঁড়িতে বসার বন্দোবস্ত করে ফেললেন হরমান ৷ বয়স হয়েছে তো নাকি !View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।