#মুম্বই: ৭৪ বছরে পা দিলেন জয়া বচ্চন! ১৯৪৮ সালের ৯ এপ্রিল জবলপুরে জন্ম নেন ‘ধন্যি মেয়ে’ (Happy Birthday Jaya Bachchan)। বাংলা তথা হিন্দি সিনেমায় বর্ণাঢ্য কর্মজীবনের পর এখন রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। শুধু ক্যামেরার সামনেই নয়, রাজনীতির আঙিনাতেও সমান দাপুটে এই প্রবীণ অভিনেত্রী। এই সবকিছুর মধ্যে কিন্তু সংসারকে কোনওদিন অবহেলা করেননি জয়া বচ্চন! ছেলে-মেয়ে-বৌমা-জামাই- ২নাতনি নিয়ে তাঁর ভরা সংসার।
মায়ের জন্মদিনে ভালবাসায় মাকে ভরিয়ে দিলেন অভিষেক বচ্চন! সোশ্যাল মিডিয়ায় মায়ের একটি অল্পবয়সের ছবি পোস্ট করে লিখলেন, '' শুভ জন্মদিন মা, ভালবাসি''
Happy Birthday, Ma. Love you. pic.twitter.com/tsY9kly5Vr
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) April 9, 2022
এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, জয়া বচ্চন তাঁর কাছে শুধুই মা। ছোট থেকে মায়ের কোনও ছবি দেখতেন না তিনি। যখন ঠিক করলেন, নিজে অভিনয় করবেন, তখন জয়ার ছবি দেখতে শুরু করেন। পর্দায় মায়ের দাপুটে অভিনয় দেখে অবাক হয়েছিলেন অভিষেক। তাঁর ভাষায়, '' বাবার সঙ্গে সিনেমা দেখাটা মজার। কিন্তু মা অনস্ক্রিন কাঁদলেও আমার মন খারাপ হয়ে যায়। আসলে মায়ের সঙ্গে আমার ব্যক্তিগত বন্ডিংটা একেবারে আলাদা”
৫ ফেব্রুয়ারি ছিল অভিষেকের জন্মদিন! সেদিন দিদি শবেতা পোস্ট করেন অভিষেক আর জয়ার ভারী মিষ্টি একটি ছবি। ফোকলা দাঁতের অভিষেক, পাশে বসে মা জয়া।
View this post on Instagram
গতবছর ছিল বলিউডে জয়ার ৫০ বছর! মায়ের এই 'হাফ সেঞ্চুরি' উদযাপন করতে ইনস্টাগ্রামে 'অভিমান', 'চুপকে চুপকে', 'গুড্ডি', 'কোরা কাগজ', 'কভি খুশি কভি গম'-এর মত কিছু সেরা হিন্দি ছবিতে জয়ার লুকের ছবি পোস্ট করেন অভিষেক বচ্চন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jaya bachchan