#মুম্বই: ইলিয়ারাজা ৷ এক সময় এই নামেই বক্স অফিসে সুপারহিট হতো দক্ষিণী সিনেমা ৷ ইলিয়া রাজার নাম দেখেই একের পর এক বিক্রি হতো ক্যাসেট, সিডি ৷ তবে শুধুই দক্ষিণী ছবি নয়, হিন্দি ছবিতেও ইলিয়ারাজার সুর সিনেপ্রেমীদের থেকে ভূয়শী প্রশংসা পেয়েছে ৷ এখনও গান প্রেমীরা ভুলতে পারেনি, সদমা ছবির গান ৷ ভুলতে পারেনি চিনি কম ৷ সেই ইলিয়ারাজাই পা দিলেন ৭৭ এ ৷ তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঙ্গীত পরিচালককে শুভেচ্ছা জানালেন তাঁর অনুরাগীরা৷
শুনে নিন ইলিয়ারাজার সুরে তৈরি কিছু কালজয়ী গান----নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Happy birthday Ilayaraja