#মুম্বই: ৪৪-এ পা দিলেন জুনিয়ার বচ্চন ঘরণী ঐশ্বর্য রাই বচ্চন ৷ ১৯৭৩ সালের এই দিনে ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। প্রতিবারই বেশ আয়োজন সেলিব্রেট করা ঐশ্বর্যের জন্মদিন। বচ্চন পরিবারের এক ঘরোয়া পার্টিতে এবারও সেলিব্রেট হবে ঐশ্বর্যের জন্মদিন৷ ইতিমধ্যে বচ্চনরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছেন ঐশ্বর্যের জন্য।
১৯৯৪ সালে ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বসুন্দরী নির্বাচিত হন ঐশ্বর্য। ১৯৯৭ সালে তামিল ছবি ‘ইরুভার’-এ অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘অউর পেয়ার হোগায়া’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তবে ১৯৯৯ সালে সলমনের বিপরীতে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয় করে নজরে আসেন ঐশ্বর্য। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। নিয়মিত একাধিক ছবিতে অভিনয় করে গেছেন। এসব ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজেকে সাফল্যের সর্বোচ্চ শিখরে বসিয়েছেন এ ঐশ্বর্য। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করে তিনি সংসারী হন। এখন আরাধ্য মাও তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aishwarya Rai Bachchan, Bollywood, Movie