হোম /খবর /বিনোদন /
উঁকি নয়, ক্রপটপে খোলামেলা অন্তর্বাস বেরিয়ে পড়ল বারবার, চাহালের নতুন বউ Viral

উঁকি নয়, ক্রপটপে খোলামেলা অন্তর্বাস বেরিয়ে পড়ল বারবার, চাহালের নতুন বউ ফের ভাইরাল

Photo Courtesy- Dhansree Verma/ Instagram Video Grab

Photo Courtesy- Dhansree Verma/ Instagram Video Grab

ধামাল ধনশ্রী-র কামাল পারফরম্যান্স ...

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রোজই ভিডিও-রোজই ভাইরাল৷ ধনশ্রী বর্মা এখন নেট দুনিয়ার সুপার হ্যাপেনিং আইটেম৷ একদিন আগেই তাঁর নববধূ বেশের সঙ্গে হিপহপ পোশাকের ডান্স ভিডিও নিয়ে চর্চা হয়েছিল৷ এত দ্রুত সেটি ভাইরাল হয়েছিল ধনশ্রী নিজেই তার জন্য ধন্যবাদ দিয়েছিলেন নেটিজেনদের৷ এবার যে ভিডিও আপলোড করলেন তা বলিউডের ব্লাফ মাস্টার ছবির সুপারহিট গান ‘বুরে বুরে হাম হ্যায় তো বচনা হ্যায় হামসে’ -তে নেচে৷

নতুন এই গানে ধনশ্রী একটি ক্রপ স্পোর্টস টি শার্ট পরেছেন৷ বোল্ড পোশাক বোল্ড ডান্সস্টেপ ভিডিও ভাইরাল হতে মুহূর্তও সময় নেয়নি৷ দেখে নিন সুপারহিট ও সুপার হট সেই ডান্স নাম্বার৷

যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)  স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanshree Verma)৷ সোশ্যাল মিডিয়ায় বিয়ের আগে থেকেই অত্যন্ত  অ্যাক্টিভ৷ তিনি পেশায় চিকিৎসক হলেও একজন দুরন্ত ডান্সার৷ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লক্ষ লক্ষ ফলোয়ার৷ তাঁরা সকলেই ধনশ্রী-র ধামাল ডান্সের দিওয়ানা৷ যার ফলে তিনি নিয়মিতই সেই হ্যান্ডেলে পারফরম্যান্স ভিডিও  (Dhanshree Verma Dance Video) আপলোড করেন৷ তাঁর শানদার ডান্স ভিডিওগুলি মুহূর্তেই হয়ে যায় ভাইরাল৷ সম্প্রতি ধনশ্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে হার্ডি সান্ধু  (Hardy Sandhu) -র গান তিতলিয়াতে দারুণ পারফরম্যান্স দিয়েছেন৷

ধনশ্রী বিয়ের পরের এই ভিডিও ভাইরাল হচ্ছে দ্রুতগতিতে৷ ভিউয়ের সব বিষয়ে পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে এই নতুন ভিডিও (Viral Video) ৷ মাত্র এক ঘণ্টার মধ্যে ভিডিও-র ভিউ পাঁচ লক্ষ হয়ে গিয়েছিল৷ আর লাইক এসেছিল ১ লক্ষ ২৬ হাজার৷ ধনশ্রী-র এই ভিডিও ফ্যানরা ভীষণ পছন্দ করছেন৷ তাঁর শরীরি হিল্লোলের সঙ্গে ডান্স মুভও সকলের মনপসন্দ৷

ধনশ্রীর এই নতুন ডান্স ভিডিওতে তাঁর ফ্যান ও বন্ধুরা প্রচুর কমেন্ট করেছে৷ ধনশ্রীর এই ভিডিওতে তাঁর নতুন বরও প্রশংসা করেছেন৷ তিনি লিখেছেন, ‘ওয়াও প্রাউড অফ ইউ৷’

সোজা কথায় বুঝিয়ে দিয়েছেন যজুবেন্দ্র চাহাল নিজের বউয়ের নাচের দিওয়ানা তিনি৷ এর আগেও ধনশ্রী-র নাচের প্রশংসা করেছেন যুজবেন্দ্র চাহাল৷

Published by:Debalina Datta
First published:

Tags: Gossip, Viral, Viral Video