#মুম্বই: চাহালের বাগদত্তা ধনশ্রী বর্মার- থুড়ি আর তো সে পরিচয় বাসি! এখন তাঁর টাটকা পরিচয় তিনি চাহাল ঘরণী ধনশ্রী- সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলছে চাহাল ঘরণী পেশায় চিকিৎসক এবং পেশাদার কোরিওগ্রাফারও বটে ৷ ভারতীয় ড্রেসিংরুমে খেলার সময়টুকু ছাড়া বাকি সময় যে চ্যানেল চলে তা হল চাহাল টিভি ৷ তাই তাঁর হবু স্ত্রীয়ের যে সেদিকে ঝোঁক থাকবে না তা কী করে হয় ৷ যুজবেন্দ্র চাহালের বাগদত্তা ধনশ্রী একজন জনপ্রিয় ইউটিউবারও৷
তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফ্যান ফলোয়ারও লক্ষ লক্ষ৷ তাই ধনশ্রী-র একটি ডান্স ভিডিও আপলোড হলেই তা বিদ্যুতের গতিতে ভাইরাল হতে সময় নেয় না৷
এর আগে তাঁর একাধিক ডান্স ভিডিও ভাইরাল হয়েছিল৷ যেমন 'দারু বদনাম' গানে তুমুল নাচলেন তিনি। এই ভিডিও শেয়ার করে যুজবেন্দ্র চাহালের হবু স্ত্রী লেখেন, "এটি আমার পছন্দের একটি গান। আমার পুরনো নাচের ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিলাম।' ধনশ্রীর নাচ দেখে সকলেই প্রশংসা করেছেন তাঁর। কয়েক লক্ষ ভিউ এই ভিডিও-র।
View this post on Instagram
তবে এবারের ভিডিওটি আরও ভাইরাল হওয়ার কারণ যে বিয়ের ঠিক চারদিন আগেই ‘বন্নো টশন তেরা অতি ফ্যান্টাস্টিক ’ গানে দাপটে ডান্স পারফরম্যান্স দিয়েছেন টিম ইন্ডিয়ার নবতম স্ত্রী৷
View this post on Instagram
মেরুণ লেহঙ্গা -চোলি, একঢাল লম্বা চুল তার সঙ্গে নাচের লাস্য - ধনশ্রী যেন সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের জন্য কমপ্লিট প্যাকেজ৷
চাহাল ঘরণী চিকিৎসক হওয়ার পাশাপাশি নৃত্যকলায় এতটাই পটু যে তাঁর পারফরম্যান্সকে বাহবা জানতে কখনই ক্লান্ত হন না নেটিজেনরা৷ বিয়ের ঠিক আগে নাচের ভিডিও-র ভিউ সাড়ে পাঁচ লক্ষ পেরিয়ে গেছে৷