বিনোদন

corona virus btn
corona virus btn
Loading

‘হবু বউ’ তৃণার সঙ্গে ধামাল নাচ কৃষ্ণকলির নিখিলের, দেখুন সাইক্লোনের গতিতে ভাইরাল ভিডিও

‘হবু বউ’ তৃণার সঙ্গে ধামাল নাচ কৃষ্ণকলির নিখিলের, দেখুন সাইক্লোনের গতিতে ভাইরাল ভিডিও
Photo Courtesy- Instagram

দশ বছরের গুপচুপ প্রেম অতীত, খুব শীঘ্রই তৃণার সিঁথিতে সিঁদুর দেবেন নীল।

  • Share this:

#কলকাতা:  নীল ভট্টাচার্য -ঘরে ঘরে চেনা মুখ ‘নিখিল’ নামে৷  আর তৃণাও টেলি দুনিয়ার এখন হট ফেভারিট হিরোইনদের একজন৷ এই দুই জুটিয়ে জমিয়ে প্রেম করছেন তা এখন আর কারও অজানা নয়৷ এই দুষ্টু মিষ্টি আর সুদর্শন ও সরল কন্যে আর পুত্র কি এবার ছাদনাতলায় ? শোনা যাচ্ছে গুঞ্জনে সিলমোহর পড়বে শীঘ্রই ৷ আর নতুন মিঞা হওয়ার আগেই ধামাল পার্টিতে মেতেছন তৃণা ও নীল৷ ১০ বছরের প্রেম এবার ফেব্রুয়ারিতে সেটাই ছাদনাতলায় সাত পাকে বাঁধা পড়বেন অভিনেতা -অভিনেত্রী৷

এই জুটি সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি৷ তাই নিজেদের প্রেমের লুকাছুপি বন্ধ করে দিয়ে নিয়মিত আউটিং ও নাচগানের ছবি ভিডিও আপলোড করেন৷ আর ফ্যানরাও নিজেদের পছন্দের টিভি স্টারদের এই নাচগানের রসে মজে যান৷

দিন কয়েক আগেই  নীলের সঙ্গে তৃণার রোম্যান্টিক ফোটোশুটের ছবিও ভাইরাল হয়! ফটোশুটের পাশাপাশি 'ঝুম বরাবর ঝুম'-এর 'বোল না হালকে হালকে'-র ধুনে নেচে ওঠেন নীল এবং তৃণা।

এবার এই জুটি  বিয়ের আগেই তাঁরা শুরু করে দিয়েছেন প্রি-ওয়েডিং পার্টি। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে নীল একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁকে ও তৃণাকে বলিউড ফিল্ম ‘তনু ওয়েডস মনু’-র জনপ্রিয় গান ‘সাড্ডি গলি’র সঙ্গে ধামাল ডান্স পারফরম্যান্সে মেতেছেন৷ সাদা পাঞ্জাবিতে নীল আর সাদা সাউথ কটন শাড়িতে তৃণা রূপের আগুন তার সঙ্গে দুরন্ত ডান্স ফ্যানরা একেবারে বোল্ড৷

দেখে নিন হবু বর বউয়ের মাখোমাখো প্রেমের নাচের ভিডিও

এর আগে এককথায়, নীল-তৃণার প্রেমের রেলগাড়ি দুরন্ত গতিতে ছুটছে! যখন দু'জনের লাভস্টোরি নিয়ে টেলি দুনিয়া, ফ্যান মহলে চর্চা তুঙ্গে তখন একেবারে বারান্দাতে দাঁড়িয়েই রোম্যান্সে মাতলেন তৃণা আর নীল। শাহ রুখ-অনুষ্কার 'যব হ্যারি মেট সেজল'-এ অরিজিত সিংয়ের গাওয়া তুমুল জনপ্রিয় গান 'চেহারা কিউ মিলতা তেরা'- র সঙ্গে রিল ঘনিষ্ঠ রিল ভিডিও শুট করলেন নীল-তৃণা! রোম্যান্টিক জুটির চরম অন্তরঙ্গ মুহূর্ত এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়! ভিডিওটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন নীল ভট্টাচার্য, ক্যাপশনে লিখেছেন 'খোয়াব' অর্থাৎ স্বপ্ন।

এই ভিডিও আগেই ভাইরাল হয়েছিল এবার এই হবু স্বামী-স্ত্রী-র নাচের চ্যালেঞ্জে মেতেছেন নেটিজেনরা৷

Published by: Debalina Datta
First published: November 29, 2020, 11:37 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर