#মুম্বই : বলিউড মানেই গ্ল্যামার-চাকচিক্য-অর্থ-প্রাচুর্য-প্রতিপত্তি ৷ কিন্তু এর অন্য একটা দিকও রয়েছে ৷ যেটা কালো দিক ৷ একে অপরকে শোষণের দিক-সেটা মানসিক-শারীরিক সব স্তরেই চলে ৷ তাই একের পর চাঞ্চল্যকর অভিযোগ আসতেই থাকে ৷
এবারের অভিযোগের তির বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ হেগড়ের দিকে ৷ এই মুহূ্র্তে বলিউডে কোরিওগ্রাফারদের একটি সংগঠন ও নতুন একটি সংগঠন রয়েছে ৷ এই দু'টি সংগঠনের মধ্যে গণ্ডগোল চলছে অনেকদিন ধরেই ৷ এরমধ্যেই বিতর্কের আঁচ বাড়িয়ে পুলিশে অভিযোগ দায়ের হল গণেশ আচার্য বিরুদ্ধে ৷ মহিলা এক কোরিওগ্রাফার অভিযোগ করেছেন তাঁকে জোর করে ধরে অ্যাডাল্ট ফিল্ম দেখতে বাধ্য করেছিল গণেশ আচার্য ৷
আরও পড়ুন - শরীরি পরিতৃপ্তি পেতে বাজারে নয়া রেঞ্জের সেক্স টয়, আনন্দ উপভোগের নতুন উপায় ‘এই’ ইলেকট্রিক খেলনাগুলি
সংবাদ সংস্থা সূত্রের খবর মুম্বইয়ে ৩৩ বছরের মহিলা ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভেশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন -র মহাসচিব গণেশ আচার্য বিরুদ্ধে আম্বোলি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে ৷ তাঁর অভিযোগ গণেশ তাঁকে ইন্ডাস্ট্রিতে সঠিকভাবে কাজ করার সুযোগে বাধা তৈরি করছেন ৷ আর কাজ করতে চাইলে তার থেকে কমিশন চাইছেন পাশাপাশি তাঁকে জোর করে প্রাপ্তবয়স্ক বিনোদন দেখতে বাধ্য করেছেন ৷
Mumbai:33yr-old woman choreographer,has filed complaint against Ganesh Acharya, GenSecyIndian Film&Television Choreographers Assoc at state's Women's Commission&Amboli PS accusing him of depriving her of work in film industry,demanding commission&forcing her to watch adult videos pic.twitter.com/Z8jYzgVyQh
— ANI (@ANI) January 28, 2020
উল্লেখ্য গণেশ আচার্য সদ্য সদ্যেই কোরিওগ্রাফারদের একটি নতুন অ্যাসোসিয়েশন বানিয়েছেন বলিউডে ৷ এর নাম অল ইন্ডায় ফিল্ম, টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adult Film, Bollywood, Ganesh Acharya, Gossip, গসিপ