corona virus btn
corona virus btn
Loading

ছিল না বিয়ে করার কথা, রণবীরের মতের বিরুদ্ধে গিয়ে যা করেছিলেন দীপিকা...

ছিল না বিয়ে করার কথা, রণবীরের মতের বিরুদ্ধে গিয়ে যা করেছিলেন দীপিকা...
Photo Collected
  • Share this:

#মুম্বই: নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন দীপিকা৷ বেশ কিছু অজানা কথা এল সামনে৷ বিয়ের পর থেকে বেশ কিছু বিষয় নিয়ে চর্চায় ছিলেন দীপিকা৷ কখনও দীপিকার প্রেগননেন্সি তো কখনও দীপিকার পোশাক নিয়ে৷ এই সব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী৷ একটি বিদেশি ম্যাগাজিনের কভার পেজ শ্যুটের মাঝেই দীপিকা জানালেন কিছু গোপন তথ্য৷ জানিয়ে দিলেন কেন তিনি বিয়ে করলেন৷

আরও পড়ুন হুবহু মধুবালা! পুরনো হিন্দি গানে সুন্দরীর টিকটক ভিডিওয়ে সরগরম সোশ্যাল মিডিয়া...

অভিনয়ের চাপ৷ বাড়িতে খুব কম সময় কাটাতে পারেন দীপিকা বা রণবীরও৷ বাড়িতে একসঙ্গে কম সময় কাটাতে পারবেন, এটা জেনেও বিয়ের করেন দু’জনে৷ দীপিকা জানিয়েছেন যে রণবীর সিং তার সঙ্গে থাকতে চাইছিলেন যে কোনও উপায়ে৷ লিভ ইনেও তার আপত্তি ছিল না৷ পারিবারিক ঐতিহ্যের কথা ভেবে লিভ ইন করতে চাননি নায়িকা৷ একসঙ্গে থাকতে হলে, বিয়ে করতে হবে এমনই মন ছিল সুন্দরীর৷ রণবীরের কোনও কিছুতেই আপত্তি ছিল না৷ দীপিকার কথায় সায় দিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নন দু’জনে৷

আরও পড়ুন আর রোম্যান্টিক নয়, রাণুর গলায় এবার লতার দেশপ্রেমের গান! শুনুন গানটি

নানা সমস্যা ও ব্যস্ততার মধ্যেও বাবা ও মাকে কর্তব্য পালন করতে দেখেছেন দীপিকা৷ তাই তারও বিশ্বাস যে প্রচুর ব্যস্ততার মধ্যেও নিজের সংসার সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন তিনি ও স্বামী রণবীর সিং৷ বিয়ের বছর খানেক হতে চলেছে৷ সবটাই মনমতো চালাতে সক্ষম হচ্ছেন তারা, জানিয়েছেন দীপিকা৷ তাই বিয়ের সিদ্ধান্তে খুশি বলি অভিনেত্রী৷

First published: October 17, 2019, 5:05 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर