#মুম্বই: লকডাউনে সব অভিনেতার মতো রণবীর কাপুরও ছিলেন ঘরবন্দি৷ কোনও শ্যুটিং ছিল না তাঁর৷ সবকিছু ছিল বন্ধ৷ তাই ঘরেই কেটেছে অফুরন্ত সময়৷ সম্প্রতি সাংবাদিক রাজীব মসন্দের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় তাঁকে প্রশ্ন করা হয় যে লকডাউনে কীভাবে তিনি সময় কাটিয়েছিলেন৷ বা লকডাউনে কোন জিনিসটি তিনি সবথেকে বেশি মিস করেছেন? রণবীরের উত্তর মন জয় করে নিয়েছে নেটিজেনদের৷
রণবীর কাপুর খুবই স্পষ্ট করে বলেন যে, তিনি সমাজের প্রতিষ্ঠিত গোষ্ঠীর একজন৷ ফলে সব সুবিধা তিনি পেয়েছেন লকডাউনে৷ এই সময় কোনও অর্থের সমস্যা বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সমস্যায় তাঁকে পড়েতে হয়নি৷ তাই এমন প্রশ্নের সঠিক উত্তর দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন রণবীর৷ অর্থাৎ লকডাউনে সাধারণ জীবনে কী প্রভাব পড়েছিল, সেই পরিস্থিতির মূল্যায়ন তিনি করতে পারবেন না বলে স্পষ্ট করেন অভিনেতা৷ তিনি জানান যে লকডাউনের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু মানুষ নানা ধরণের অসুবিধার মধ্যে পড়েছিলেন৷ তবে অভিনেতা এবং কাপুর পরিবারের সদস্য রণবীরের জীবন যে অনেকটাই স্বাচ্ছন্দ্যে মোড়া, সেকথা সরাসরি স্বীকার করেছেন তিনি৷ ফলে লকডাউনের আঁচ তাঁর ওপর খুব বেশি পড়েনি, মেনে নিয়েছেন ঋষি-নীতু পুত্র৷
His answer here #RanbirKapoor pic.twitter.com/2H6l1SzR6V
— (@R96RK) December 24, 2020
রণবীরের এই সোজাসাপটা উত্তরের ফলে অনেকেই তাঁর প্রশংসা করছেন৷ নেটিজেনদের মত, সোজা কথা সোজাভাবেই বলেছেন কাপুর খানদানের বংশধর৷ কারণ অনেক সময় দেখা যায় যে, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে অভিনেতা-অভিনেত্রীরা নিজের মত দিয়ে থাকেন৷ তবে সঠিক কথা হল এঁরা কেউই সেই সাধারণের প্রতিনিধি নন৷ বিলাশবহুল এবং ক্ষমতা ও প্রাচুর্য্যের মধ্যে কাটে তাঁদের জীবন৷ সমাজের উচ্চবিত্তরা যে কোনওভাবেই সাধারণ জীবনের সুবিধা-অসুবিধা বুঝতে পারবেন না সেটাই স্বাভাবিক৷ রণবীর সেই কথা সরলভাবে বলে দেওয়ায়, সকলে তাঁর প্রসংশাই করেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Ranbir Kapoor