হোম /খবর /বিনোদন /
লকডাউনে রণবীর সবথেকে যা মিস করেছেন...অভিনেতার উত্তর মন জয় করল সকলের, শুনুন

লকডাউনে রণবীর সবথেকে যা মিস করেছেন...অভিনেতার উত্তর মন জয় করল সকলের, শুনুন

লকডাউন এবং করোনার ফলে বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দিতে হয়েছে তাঁকে৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: লকডাউনে সব অভিনেতার মতো রণবীর কাপুরও ছিলেন ঘরবন্দি৷ কোনও শ্যুটিং ছিল না তাঁর৷ সবকিছু ছিল বন্ধ৷ তাই ঘরেই কেটেছে অফুরন্ত সময়৷ সম্প্রতি সাংবাদিক রাজীব মসন্দের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় তাঁকে প্রশ্ন করা হয় যে লকডাউনে কীভাবে তিনি সময় কাটিয়েছিলেন৷ বা লকডাউনে কোন জিনিসটি তিনি সবথেকে বেশি মিস করেছেন? রণবীরের উত্তর মন জয় করে নিয়েছে নেটিজেনদের৷

রণবীর কাপুর খুবই স্পষ্ট করে বলেন যে, তিনি সমাজের প্রতিষ্ঠিত গোষ্ঠীর একজন৷ ফলে সব সুবিধা তিনি পেয়েছেন লকডাউনে৷ এই সময় কোনও অর্থের সমস্যা বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সমস্যায় তাঁকে পড়েতে হয়নি৷ তাই এমন প্রশ্নের সঠিক উত্তর দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন রণবীর৷ অর্থাৎ লকডাউনে সাধারণ জীবনে কী প্রভাব পড়েছিল, সেই পরিস্থিতির মূল্যায়ন তিনি করতে পারবেন না বলে স্পষ্ট করেন অভিনেতা৷ তিনি জানান যে লকডাউনের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু মানুষ নানা ধরণের অসুবিধার মধ্যে পড়েছিলেন৷ তবে অভিনেতা এবং কাপুর পরিবারের সদস্য রণবীরের জীবন যে অনেকটাই স্বাচ্ছন্দ্যে মোড়া, সেকথা সরাসরি স্বীকার করেছেন তিনি৷ ফলে লকডাউনের আঁচ তাঁর ওপর খুব বেশি পড়েনি, মেনে নিয়েছেন ঋষি-নীতু পুত্র৷

রণবীরের এই সোজাসাপটা উত্তরের ফলে অনেকেই তাঁর প্রশংসা করছেন৷ নেটিজেনদের মত, সোজা কথা সোজাভাবেই বলেছেন কাপুর খানদানের বংশধর৷ কারণ অনেক সময় দেখা যায় যে, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে অভিনেতা-অভিনেত্রীরা নিজের মত দিয়ে থাকেন৷ তবে সঠিক কথা হল এঁরা কেউই সেই সাধারণের প্রতিনিধি নন৷ বিলাশবহুল এবং ক্ষমতা ও প্রাচুর্য্যের মধ্যে কাটে তাঁদের জীবন৷ সমাজের উচ্চবিত্তরা যে কোনওভাবেই সাধারণ জীবনের সুবিধা-অসুবিধা বুঝতে পারবেন না সেটাই স্বাভাবিক৷ রণবীর সেই কথা সরলভাবে বলে দেওয়ায়, সকলে তাঁর প্রসংশাই করেছেন৷

Published by:Pooja Basu
First published:

Tags: Lockdown, Ranbir Kapoor