Home /News /entertainment /
প্রিয়াঙ্কাকাকে সরাসরি বিয়ের প্রস্তাব শাহরুখের, পুরনো সেই ভিডিও এখন ভাইরাল

প্রিয়াঙ্কাকাকে সরাসরি বিয়ের প্রস্তাব শাহরুখের, পুরনো সেই ভিডিও এখন ভাইরাল

Photo- Instagram

Photo- Instagram

গুঞ্জন -ফিসফাস, বলিউডি গল্প শুনতে খারাপ লাগে না বোধহয় কারোই...

 • Share this:

  #মুম্বই:  বলিউড এমন একটা জায়গা যেখানে যা ঘটে তা নিয়েই কথা হয় ৷ তা সে সিলভার স্ক্রিনের ঘটনা হক বা অফস্ক্রিন ঘটনা সবসময়েই তা শিরোনামে আসে ৷ অনস্ক্রিন লাভ কেমিস্ট্রি দেখে ফ্যানরা যেমন মাতোয়ারা হন তেমনিই ভাবেন প্রিয় চিত্রতারকাদের রোমান্স যদি তাঁদের রিয়েল লাইফেও হয় ৷ এর থেকেই শুরু হয় গুঞ্জন যা রূপ নেয় গসিপে ৷

  সেরকমই বি-টাউনের ইতিউতি কান পাতলে এখনও শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার রোমান্সের হালকা গল্প শুনতে পাওয়া যায় ৷ এটা নাকি হয়েছিল ডন ছবির শ্যুটিংয়ের সময় ৷ যদিও তারকারা এই বিষয়ে কখনই সর্বসমক্ষে মুখ খোলননি ৷ শাহরুখ আজও গৌরী ও তিন সন্তানকে নিয়ে রমরম করে এগিয়ে চলেছেন ৷ পিগি চপসও নিজের গায়ক বর জোনাসের সঙ্গে প্রেমের মুহূর্ত নিয়মিত ফ্যানদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন ৷ কিন্তু এরমধ্যে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পুরনো ভিডিও ৷ যেখানে শাহরুখ খান নিজেকে প্রিয়াঙ্কার পানিগ্রাহী হিসেবে তুলে ধরেছেন ৷

  আরও পড়ুন - #INDvsWI: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ভারতীয় হিসেবে এই পরিসংখ্যান জেনে নিন

  তবে এটা কোনও একান্ত মুহূর্তের ভিডিও নয় ৷ একেবারে জনসমক্ষে মিস ইন্ডিয়া ২০০০ -র মঞ্চে এই প্রস্তাব  প্রিয়াঙ্কাকে দিয়েছিলেন কিং খান ৷ দেখে নিন উত্তরে যা বলেছিলেন সে সময়ের ভারত সুন্দরীর ফাইনালিস্ট ৷

  আরও দেখুন

  First published:

  Tags: Priyanka Chopra, Shah Rukh Khan, Viral Video

  পরবর্তী খবর