#মুম্বই: ইদানিং নেহা কক্করকে (Neha Kakkar) নিয়ে খবরের যেন শেষ নেই৷ বলিউডের (Bollywood) জনপ্রিয় গায়িকাকে নিয়ে সম্প্রতি এক ভিডিও দেখার পর জোর গসিপ (Gossip) শুরু করেছেন নেটিজেনরা৷
অক্টোবরের ২৪ তারিখ রোহনপ্রীতের সঙ্গে বিয়ে সেরেছেন নেহা কক্কর৷ একটা লম্বা সময় ধরে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা থাকলেও সেই বিয়ে হয়নি ৷ নেহা কক্কর ও আদিত্য জানিয়ে দেন তারা বিয়ে করছেন না ৷ নেহা ইতিমধ্যেই সেরে ফেলেছেন বিয়ে, আর সামনেই আসছে আদিত্য নারায়ণের বিয়ে ৷
View this post on Instagram
এদিকে সদ্য বিবাহিত নেহার একটা ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে হানি সিংয়ের সঙ্গে নাচছেন তিনি ৷ এই অবধি থাকলে কোনও অসুবিধা ছিল না৷ নেহার পোশাক নিয়েই মুখ খুলেছেন নেটিজেনরা৷
দেখে নিন সেই ভিডিও৷
পরণে ফিনফিনে নাইটি, তার থেকে উঁকি মারছে অন্তর্বাস৷ হানি -র গানের সঙ্গে তিনি যত না গান গাইছেন তার চেয়ে বেশি নিতম্ব হেলিয়ে নাচছেন!
নেটিজেনরা চমকে উঠেছেন দু দিন আগেই ়যিনি বিয়ে সেরেছেন তিনি এহেন পোশাকে কী করে এরকম নাচছেন?
তবে ভিডিওটি দু মাসের পুরনো ৷ নেহার বিয়ের পরেই হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে সেটি৷
কারণ বিয়ের পর থেকেই ট্রেন্ডিং বলিউডের এই সেলেব গায়িকা৷ তাঁর বিয়ের পর তাঁর বিয়ে, হানিমুন সব কিছুর ছবিই ভাইরাল হয়েছিল৷ তাই এখন ভাইরাল হয়েছেন হানির সঙ্গে তাঁর এই দুষ্টুমিষ্টি ভিডিও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Gossip, Neha Kakkar, Viral Video