#মুম্বই: ভারত অধিনায়ক বিরাট কোহলি ( Virat Kohli ) এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma ) এখন নতুন দায়িত্বে৷ তাঁরা এখন ছোট্ট এক কন্যা সন্তানের বাবা ও মা৷ ১১ জানুয়ারি তাঁদের সন্তান জন্মেছে৷
তবে এখনও অবধি বিরুষ্কার সন্তানের কোনও ছবি সামনে আসেনি৷ সদ্য হওয়া মা-বাবাকে অনুষ্কা বিরাটকেও প্রথমবার পাপারাৎজিরা দেখতে পেলেন৷ যখন তাঁরা চিকিৎসকের ক্লিনিকে যাচ্ছিলেন৷ অনুষ্কার পরণে ছিল ডেনিম শার্ট ও ডেনিস জিনস৷ এছাড়াও তাঁর মুখে ছিল সাদা রঙের মাস্ক৷ পাপারাৎজিদের দেখে বিরাট তাঁকে দাঁড়াতে বলেন৷ হাসিতে ভরা ছিল অনুষ্কার মুখও৷ ফেসমাস্কের মধ্যে দিয়ে তাঁর উজ্জ্বল হাসি বোঝা যাচ্ছিল৷
View this post on Instagram
এদিকে সন্তান প্রসবের পর অনুষ্কাকে কেমন দেখতে হয়েছে তা দেখার জন্য ফ্যানদের মধ্যে আগ্রহ চরমে ছিল , তাই মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়েছে। মাত্র একদিনের মধ্যেই ভিডিও ১০ লক্ষ ভিউ হয়েছে৷
অনুষ্কাকে তাঁরা মা হওয়ার জন্য অভিনন্দন জানালে তিনি তাঁদের ধন্যবাদ জানান৷ পাশাপাশি তাঁরা অনুরোধ করেছিলেন কোনও সংবাদমাধ্যমকে তাঁদের সন্তানের ছবি পাবলিশ না করার জন্য৷ তাঁরা এও জানিয়েছেন তাঁদের সন্তানের ছবি তাঁরা দেবেন৷ এই মুহূর্তে খুদে -র ব্যক্তিগত সীমায় না ঢোকার আহ্বান করেছেন সদ্য হওয়া বাবা-মা৷ তাঁরা চান তাঁদের সন্তান যখন নিজের সিদ্ধান্ত নিতে পারবেন তখনই সামনে আসবে তাঁর ছবি৷
বিরাট ও অনুষ্কা নিজেদের নোটে জানিয়েছেন, ‘আমাদের এত বছর ধরে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ৷ আপনাদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত উদযাপন করছি৷ মা বাবা হিসেবে আপনাদের কাছে আমাদের সহজ অনুরোধ আমরা আমাদের সন্তানের ব্যক্তিগত বিষয়টি রক্ষা করতে চাই তার জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা প্রয়োজন৷ ’
কন্যা সন্তান জন্মানোর সুখবর বাবা বিরাট নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছিলেন৷ সেসময় তিনি নিজের স্টেটমেন্টে জানিয়েছিলেন, “We are thrilled to share with you that we have been blessed with a baby girl this afternoon. We thank you all for your love, prayers and good wishes. Anushka and the baby are both healthy and we are feeling beyond blessed to start this new chapter of our lives. We hope that you can respect our privacy at this time. Love, Virat,”