Home /News /entertainment /
একবার নয়,বারবার ঠোঁটে চুমু! সলমন খানের ভালবাসার ভিডিও ভাইরাল, দেখুন

একবার নয়,বারবার ঠোঁটে চুমু! সলমন খানের ভালবাসার ভিডিও ভাইরাল, দেখুন

একবার নয়, বারবার ঠোঁটে চুমু খাচ্ছেন সলমন৷ এতটাই আবেগপ্রবণ হয়ে সেই আদর করছেন তিনি যে অন্যদিকে মনই নেই

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সলমনের বিয়ে কবে? এই প্রশ্ন চিরকালের৷ সলমন ভক্ত হোন বা না হোন, তবে এই প্রশ্ন রয়েছে সবার মনে৷ সলমনের সিনেমা যতটা হিট, ততটাই হিট এই প্রশ্ন৷ সলমনের প্রেমকাহিনি নিয়েও চর্চা কম হয় না৷ কখনও ক্যাটরিনা বা কখনও লুইয়া ভেন্টুর৷ তাঁর গার্লফ্রন্ড কে, সেটাও লাখ টাকার প্রশ্ন৷ এসবের মধ্যেই সলমানের চুমুর ভিডিও ভাইরাল৷ বারবার করে সলমনের ঠোঁট ছুঁয়ে গেল প্রিয় মানুষের ঠোঁট৷ সেই ভিডিওটি সামনে আসতেই ভাইরাল!

একবার নয়, বারবার ঠোঁটে চুমু খাচ্ছেন সলমন৷ এতটাই আবেগপ্রবণ হয়ে সেই আদর করছেন তিনি যে অন্যদিকে মনই নেই৷ বারেবারে সলমনের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে প্রিয় মানুষটির ঠোঁট৷ এভাবেই সলমন আদর করতে ভালবাসেন যে৷ আর এই ভিডিও সামনে আসতেই নিমেষে ভাইরাল হয়৷ সলমনের আদর বলে কথা!

যদিও জনসমক্ষে যাকে আদর করছেন ভাইজান তিনি সলমনের ভাগ্নি৷ নাম আয়াত৷ ছোট্ট মেয়েটিকে চোখে হারান সলমন৷ হবে নাই বা কেন, মামা বলে কথা! মামাজানের এমন আদর পেয়ে আপ্লুত আয়াতও৷ বারবার সেও চাইছে আদর খেতে৷ মামা-ভাগ্নির এই ভিডিও দেখে সকলেই খুব মজা পাচ্ছেন৷

View this post on Instagram

We love you Mamu @beingsalmankhan

A post shared by Arpita Khan Sharma (@arpitakhansharma) on

Published by:Pooja Basu
First published:

Tags: Salman Khan, সলমন খান