#কলকাতা: আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কামাল৷ এবার অবশ্য কোনও ব্যক্তিগত পারফরম্যান্স নয়, একেবারে দলগত পারফরম্যান্স৷ পাঁচ মহিলা জনপ্রিয় বলিউডি গানে নেচে একেবারে মন জয় করে নিয়েছেন৷ তবে এটা অবশ্য শুধুমাত্র নিছক কোনও আনন্দের নাচ নয়৷ এটি পণ্য বিপণন সাইটের শাড়ি বিক্রির জন্য তৈরি ভিডিও৷ কনসেপ্টটি নিঃসন্দেহে অভিনব৷
সোশ্যাল সাইটে নাচগানের পারফরম্যান্স বিষয়টি অত্যন্ত জনপ্রিয়৷ তাই এই পণ্য বিক্রয়ের সাইট এই বিষয়টিকে একেবারে নিজের করে নিয়েছে৷ কারণ জামা-শাড়ির বিক্রির একাধিক প্ল্যাটফর্ম এহেন সোশ্যাল সাইটে থাকেই৷ সেখানে মানুষকে আগ্রহী করে তোলার জন্য মডেলদের দিয়ে ফটোশ্যুট হামেশাই হয়ে থাকে, তবে এধরণের ধামাল ডান্স পারফরম্যান্সে মজেছেন নেটিজেনরা৷
দেখে নিন লাস্য ও সৌন্দর্যের অপূর্ব কম্বোর এই সুপার ভাইরাল ভিডিও৷
এদিকে এই প্রোফাইলে এর আগেও অনেক ডান্সভিডিও থাকলেও স্ত্রী সিনেমার ‘হিলা রে’ আইটেম নাম্বারে পাঁচ ললনার নাচ থেকে চোখ সরাতে পারছেন না দর্শকরা৷
এই ভিডিওতে ইমোশন প্রায় পঞ্চাশ হাজার. আর শেয়ারের সংখ্যাও আড়াই হাজারেরও বেশি৷ এই ভিডিওতে আসলে পাঁচ সুন্দীর অপূর্ব সুন্দর ডান্স স্টেপ ও লাস্যের কম্বো ৷
সোশ্যাল মিডিয়ায় নিঃসন্দেহে তারকা তৈরি হয়৷ সেটাই আরও একবার প্রমাণ হল এই ভিডিওতে৷ তাই শাড়ি বিপণনের প্ল্যাটফর্মের এই ভিডিও সুপার ভাইরাল হতে সময় নেয়নি৷