• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিয়ের পার্টিতে বাঙালি মেয়ের জম্পেশ নাচ! সলমনের গানে মৌনির নাচ সুপার ভাইরাল...

বিয়ের পার্টিতে বাঙালি মেয়ের জম্পেশ নাচ! সলমনের গানে মৌনির নাচ সুপার ভাইরাল...

মৌনির নাচের ভিডিওটি পোস্ট করেছেন শক্তি মোহন৷

মৌনির নাচের ভিডিওটি পোস্ট করেছেন শক্তি মোহন৷

মৌনির নাচের ভিডিওটি পোস্ট করেছেন শক্তি মোহন৷

 • Share this:

  #মুম্বই: দারুণ নাচলেন অভিনেত্রী মৌনি রায়৷ তাঁর নাচের ভিডিও রীতিমতো ভাইরাল! সলমনের ছবির গানের সঙ্গে তিনি নাচছেন এবং তা মুগ্ধ হয়ে দেখছেন নেটিজেনরা৷ সলমন-করিশ্মার দুলহন হাম লে জায়েঙ্গে ছবির গান, জানে কয়া হুয়া হে-র সঙ্গে তিনি নাচছেন পুনিত ও নিধির বিয়েতে৷ সেই ভিডিও এখন হয়েছে ভাইরাল৷ কোরিওগ্রাফার পুনিত পাঠক ও নিধি মুনি সিং-এর বিয়ে হয়েছে গত সপ্তাহে৷ সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বহু টেলিভিশন তারকা৷ তাঁদের সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করেছে৷

  মৌনির নাচের ভিডিওটি পোস্ট করেছেন শক্তি মোহন৷ তিনি ও তাঁর বোন মুক্তি মোহন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে৷ তাঁরাও পাল্লা দিয়ে নাচছিলেন৷ সকলেই ছিলেন খুব আনন্দে৷ পুনিত ও নিধির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতী সিং, হর্ষ লিম্বাছিয়া, ধর্মেশ ইয়ালান্ডে সহ আরও অনেকে৷

  প্রেমিকা নিধির সঙ্গে ১১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন পুনিত৷ লোনাভলায় হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান যা ছিল খুবই চমকপ্রদ৷ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বেশ কিছু বিয়ের ছবি আপলোড করেছেন পুনিস ও নিধি৷ এছাড়াও বন্ধুবান্ধব ও বিয়ের উপস্থিত অতিথিরাও শেয়ার করেছেন বহু ছবি ও ভিডিও৷ তেমনই এক ভিডিওর থেকে ভাইরাল হয়েছে বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রায়ের নাচ!

  Published by:Pooja Basu
  First published: