হোম /খবর /বিনোদন /
শরীরি হিল্লোলে সরল আঁচল, দেখা গেল সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার চিকণ গা

শরীরি হিল্লোলে সরল আঁচল, দেখা গেল অঙ্কিতার চিকণ গা, সুশান্তের প্রাক্তন প্রেমিকার ‘এই’ রূপ, প্রশ্ন নেটিজেনদের

Photo Courtesy- Twitter/ Video Grab

Photo Courtesy- Twitter/ Video Grab

এই ভিডিও-য় ভাইরাল তবে কীভাবে সুশান্তকে ভুলে লাস্যে মাতলেন অঙ্কিতা ভাবতেই পারছেন না ফ্যানরা!

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ছোট পর্দা থেকে সফর শুরু করে বড় পর্দা৷ লম্বা সফর ধীরে ধীরে নিজের পায়ের তলার জমি শক্ত করে বিনোদন ইন্ডাস্ট্রির চেনা নাম অঙ্কিতা লোখন্ডে৷ তিনি সোশ্যাল মিডিয়াতেও খুবই অ্যাক্টিভ থাকেন৷ নিজের হ্যান্ডেলে কখনও ছবি , কখনও ভিডিও পোস্ট করেন৷ সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি ভীষণভাবেই শিরোনামে এসেছেন৷ কারণ বিনোদন দুনিয়ায় আসার পর তিনি সুশান্তের প্রথম গার্লফ্রেন্ড৷ তাঁর সঙ্গে প্রায় ৬ বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল সুশান্তের৷

সুশান্তের অকস্মাৎ মৃত্যুর পর অঙ্কিতাও লাইমলাইটে এসেছিলেন৷ তিনিও সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়ে সুশান্ত সিং রাজপুতের জন্য ন্যায়বিচারের দাবিতে সরব হন৷  পুরনো প্রেমিকে মারা যাওয়ায় তিনি খুবই ভেঙে পড়েছিলেন৷ কিন্তু হঠাৎই এধরণের শোকস্তব্ধ অঙ্কিতার এ হেন কাণ্ডে নেটিজেনরা বাকরুদ্ধ৷

সম্প্রতি ‘সাওয়ার লু’ গানটির সঙ্গে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন অঙ্কিতা৷ পরণে জলের মতো পাতলা নীল শাড়ি, লাল ব্লাউজ, মাথার ঢেউ খেলানো কেশরাশি খুলে দিয়ে লাস্যপূর্ণ নাচে মেতেছেন অঙ্কিতা৷ অঙ্কিতার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ দেখে নিন সেই নাচের ভিডিও৷

View this post on Instagram

Saree Dance and good music 🎵 What a combination 💓

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

কিন্তু অঙ্কিতার এই লাস্যপূ্র্ণ নাচ একেবারেই মন ছোঁয়নি নেটিজেনদের৷ দেদার নেগেটিভ কমেন্টে তাঁরা ভরিয়ে দিয়েছে সুশান্তের প্রাক্তন এই গার্লফ্রেন্ডকে৷ তাঁদের সাফ প্রশ্ন কী করে সুশান্তের মৃত্যুর পর এরকমভাবে নাচতে পারেন তিনি৷

কেই কেই বলেছেন অঙ্কিতাকে আর পাঁচজনের থেকে আলাদা ভেবেছিলেন , আসলে মোটেই নয়৷ সকলের কাছে সকলের নিজের আনন্দটাই আলাদা৷ বাকি সবকিছু তার অনেক পরে আসে৷ সকলেই মোটামুটি অঙ্কিতাকে একেবারে নীতির পুথিপাঠ করিয়ে দিয়েছেন৷

অঙ্কিতা নিজের ভিডিও-র ট্যাগলাইনে লিখেছেন-

Saree Dance and good music 🎵What a combination 💓- অর্থাৎ শাড়ি -নাচ আর ভালো সঙ্গীত কী দারুণ কম্বিনেশন৷ নীতিবাগিশ নেটিজেনদের মতে সুশান্তের অকাল ও অপমৃত্যুর সঠিক বিচার যেখানে হয়নি সেখানে অঙ্কিতার মনে কী করে এত খুশির জোয়ার৷

সাত বছরের প্রেমকে কী ভাবে অঙ্কিতা হাওয়ায় উড়িয়ে লাস্যময় নৃত্যে মাততে পারেন সেটা নিয়েই সকলে আশ্চর্য হয়ে গেছেন৷ ফলে ভিডিও পছন্দ না হওয়ার জন্য তার সমালোচনা করে ভিডিওটিকে তারা ভাইরাল করে দিয়েছেন৷ এক ইউজার লিখেছেন সাত বছরের প্রেম ভুলে যাওয়া কি এতই সহজ৷ আর এই ওনার লড়াই, যার ভিত্তিতে তিনি বলেছিলেন সুশান্তকে ন্যায় পাইয়েই ছাড়বেন!

Published by:Debalina Datta
First published:

Tags: Ankita Lokhande, Bollyywood, Gossip, Viral Video