#মুম্বই: ছোট পর্দা থেকে সফর শুরু করে বড় পর্দা৷ লম্বা সফর ধীরে ধীরে নিজের পায়ের তলার জমি শক্ত করে বিনোদন ইন্ডাস্ট্রির চেনা নাম অঙ্কিতা লোখন্ডে৷ তিনি সোশ্যাল মিডিয়াতেও খুবই অ্যাক্টিভ থাকেন৷ নিজের হ্যান্ডেলে কখনও ছবি , কখনও ভিডিও পোস্ট করেন৷ সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি ভীষণভাবেই শিরোনামে এসেছেন৷ কারণ বিনোদন দুনিয়ায় আসার পর তিনি সুশান্তের প্রথম গার্লফ্রেন্ড৷ তাঁর সঙ্গে প্রায় ৬ বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল সুশান্তের৷
সুশান্তের অকস্মাৎ মৃত্যুর পর অঙ্কিতাও লাইমলাইটে এসেছিলেন৷ তিনিও সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়ে সুশান্ত সিং রাজপুতের জন্য ন্যায়বিচারের দাবিতে সরব হন৷ পুরনো প্রেমিকে মারা যাওয়ায় তিনি খুবই ভেঙে পড়েছিলেন৷ কিন্তু হঠাৎই এধরণের শোকস্তব্ধ অঙ্কিতার এ হেন কাণ্ডে নেটিজেনরা বাকরুদ্ধ৷
সম্প্রতি ‘সাওয়ার লু’ গানটির সঙ্গে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন অঙ্কিতা৷ পরণে জলের মতো পাতলা নীল শাড়ি, লাল ব্লাউজ, মাথার ঢেউ খেলানো কেশরাশি খুলে দিয়ে লাস্যপূর্ণ নাচে মেতেছেন অঙ্কিতা৷ অঙ্কিতার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ দেখে নিন সেই নাচের ভিডিও৷
View this post on Instagram
কিন্তু অঙ্কিতার এই লাস্যপূ্র্ণ নাচ একেবারেই মন ছোঁয়নি নেটিজেনদের৷ দেদার নেগেটিভ কমেন্টে তাঁরা ভরিয়ে দিয়েছে সুশান্তের প্রাক্তন এই গার্লফ্রেন্ডকে৷ তাঁদের সাফ প্রশ্ন কী করে সুশান্তের মৃত্যুর পর এরকমভাবে নাচতে পারেন তিনি৷
কেই কেই বলেছেন অঙ্কিতাকে আর পাঁচজনের থেকে আলাদা ভেবেছিলেন , আসলে মোটেই নয়৷ সকলের কাছে সকলের নিজের আনন্দটাই আলাদা৷ বাকি সবকিছু তার অনেক পরে আসে৷ সকলেই মোটামুটি অঙ্কিতাকে একেবারে নীতির পুথিপাঠ করিয়ে দিয়েছেন৷
অঙ্কিতা নিজের ভিডিও-র ট্যাগলাইনে লিখেছেন-
Saree Dance and good music 🎵What a combination 💓- অর্থাৎ শাড়ি -নাচ আর ভালো সঙ্গীত কী দারুণ কম্বিনেশন৷ নীতিবাগিশ নেটিজেনদের মতে সুশান্তের অকাল ও অপমৃত্যুর সঠিক বিচার যেখানে হয়নি সেখানে অঙ্কিতার মনে কী করে এত খুশির জোয়ার৷
সাত বছরের প্রেমকে কী ভাবে অঙ্কিতা হাওয়ায় উড়িয়ে লাস্যময় নৃত্যে মাততে পারেন সেটা নিয়েই সকলে আশ্চর্য হয়ে গেছেন৷ ফলে ভিডিও পছন্দ না হওয়ার জন্য তার সমালোচনা করে ভিডিওটিকে তারা ভাইরাল করে দিয়েছেন৷ এক ইউজার লিখেছেন সাত বছরের প্রেম ভুলে যাওয়া কি এতই সহজ৷ আর এই ওনার লড়াই, যার ভিত্তিতে তিনি বলেছিলেন সুশান্তকে ন্যায় পাইয়েই ছাড়বেন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ankita Lokhande, Bollyywood, Gossip, Viral Video