#মুম্বই: প্রেমিদিবস বলে কথা৷ এই বিশেষ দিনে একে অপরের প্রতি প্রেম উজার করে দেবেন, সেটাই তো স্বাভাবিক৷ কিন্তু তার আগেই বরের সঙ্গে ঝগড়া করে একাকার কাণ্ড করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি৷ ভ্যালেন্টাইনস ডের আগে তাই এখন তিনি পড়েছেন মহা ফাঁপড়ে৷ কী করবেন তিনি এখন মান ভাঙাতে? স্বামীকে আদর করা ছাড়া আর উপায় নেই! তাই করতে হল নায়িকাকে৷
শিল্পা সুন্দরী৷ বলিউডের নায়িকা৷ এখন অবশ্য সেভাবে তাকে ছবিতে দেখা যায় না৷ কিন্তু ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন৷ যোগব্যয়ম নিয়ে রীতিমতো চর্চা করেন তিনি৷ তাই তো বিভিন্ন জায়গায় তিনি ফিটনেস গুরু হিসেবে তাকে দেখা যায়৷ সম্প্রতি বিগ বসেও তাকে দেখা গিয়েছে এইভাবে৷ এছাড়াও নিজের ইউটিউব চ্যানেল রয়েছে শিল্পার, যেখানে তিনি নিয়মিত ডায়েট খাবার নিয়ে পরামর্শ দেন! সেই লাস্যময়ী শিল্পার ওপরে ভীষণ বিরক্ত তার স্বামী রাজ কুন্দ্রা৷
তবে কতক্ষণ বা এমন সুন্দরীর ওপর রেগে থাকা যায়? শিল্পাও কান ধরে ক্ষমা চাইলেন রাজের কাছে৷ বেশিক্ষণ স্ত্রীকে এভাবে মন মরা দেখতেও ভাল লাগল না রাজের৷ সেই কারণে তিনিও মান ভাঙলেন৷ শেষে স্ত্রীর হাতে তুলে দিলেন গোলাপ! ব্যাস এভাবেই থাকুক প্রেম, কাটুক প্রতি ভ্যালেন্টাইনস ডে৷ শিল্পা ও রাজ দু’জনে মিলে এমনভাবে করলেন একটি TikTok ভিডিও৷ দেখে নিন, মন ভরে যাবে৷ দেখুন
@theshilpashetty Dil ko jodo.. todo mat . My valentine forever therajkundra #valentinesday2020 #love #pyar #fyp #trending
♬ Teri Ban Jaungi Reprise Tulsi Kumar Version 2 - Tulsi Kumar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Kundra, Shilpa Shetty, TikTok Video, Viral, Viral Video, রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টি