• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • পরণে স্লিট স্কার্ট, দক্ষিণী গান সঙ্গে কোমরের অবিরাম উত্থান-পতন, উর্বশী রাউতেলার ভি়ডিও সুপার ভাইরাল

পরণে স্লিট স্কার্ট, দক্ষিণী গান সঙ্গে কোমরের অবিরাম উত্থান-পতন, উর্বশী রাউতেলার ভি়ডিও সুপার ভাইরাল

Photo Courtesy- Urvashi Rautela/ Instagram

Photo Courtesy- Urvashi Rautela/ Instagram

মাত্র ২৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ ৩০ লক্ষ ছাড়িয়েছে, না দেখলে যৌবনের বড় হাতছানি মিস হওয়ার সম্ভবনা৷

 • Share this:

  #মুম্বই : করোনার সঙ্গে লড়াইতে এখন পৃথিবী ‘নিউ নর্ম্যাল’ মোডে৷ ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে সকলেই মানিয়ে নিচ্ছেন৷ তবে সিনেমাপ্রেমীদের বেজায় অসুবিধা ৷দীর্ঘ ছ মাস প্রেক্ষাগৃহে কোনও সিনেমা রিলিজ হয়নি৷ বিগ বাজেট কিছু প্রজেক্ট ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হলেও কার্যত দুধের স্বাদ ঘোলে মেটাতে বাধ্য হচ্ছেন৷ এই অবস্থায় অবশ্য ফ্যানদের মনোরঞ্জনের কোনও চেষ্টাই বাদ দিচ্ছেন না তাঁদের হট ফেভারিট তারকারা৷  বলিউডের মডেল অভিনেত্রী উর্বশী রাউতেলাও এই সময় চুপ বসে নেই। উর্বশী  রাউতেলার এই হট ভিডিও দেখলে ঘাম ছুটবেই।

  ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিও সুপার ভাইরাল৷  পরনে মেরুণ স্লিট স্কার্ট, তাঁর নিটোল শরীরকে ঘিরে রেখেছে৷ সাদা চিকণ ত্বকে এমনিতেই মানাবে ভালো। ফাঁক দিয়ে উঁকি মারছে তাঁর নির্মেদ পেট। খোলা চুল, উন্মুক্ত পিঠ, এই আবেদনময়ী রূপ দেখে পুরুষ মনে ঝড় উঠবেই। না হলে কয়েক ঘণ্টায় মাত্র ১০ সেকেন্ডের হট ডান্সের ভিউ ৩০ লক্ষেরও বেশি হয়৷

  দক্ষিণী সিনেমা Black Rose -র জন্য এই অবতারে দেখা মিলল উর্বশীর। ছোট্ট শহর হরিদারের এই মেয়ে কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। সানি দেওলের বিপরীতে 'সিং সাহাব দ্য গ্রেট' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন উর্বশী। ফটোজেনিক চেহারা নজর কেড়েছিল অনেকেরই। তবে তাঁর অভিনয় দক্ষতা যে দারুণ, এমন কথা কেউ বলেনি। নায়িকা আরো বেশি করে চোখে পড়লেন, হানি সিং এর মিউজিক ভিডিও 'লভ দোজ'-এ। সকলের নজর কাড়ে উর্বশীর নাচের ভিডিও৷ একের পর এক আইটেম নম্বরে তাঁর শরীরি হিল্লোল ভুলতে পারেন না তাঁর লক্ষ লক্ষ ভক্ত৷

  । দক্ষিণী বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে উর্বশীর মিউজিক ভিডিওগুলো বেশি পছন্দ করেছেন দর্শক। 'সানাম রে', 'গ্রেট গ্র্যান্ড মস্তি', 'হেট স্টোরি ফোর'-,এর মতো ছবিতে কাজ করেছেন নায়িকা। তবে উর্বশী ব্রেক-থ্রু বলা চলে, 'কাবিল' ছবির গান 'হাসিনো কা দিওয়ানা'। তিনি হাসিন বটে, তাঁর সঙ্গে দিল লাগালে জামান বুরা হে দিল লাগানা বলবেন না।

  Published by:Debalina Datta
  First published: