Home /News /entertainment /
এত্ত বড় কানের দুলে ঢাকা পড়ল স্তন! উর্বশীর সোনার সাজে সবার চোখ উঠল কপালে, দেখুন ভিডিও

এত্ত বড় কানের দুলে ঢাকা পড়ল স্তন! উর্বশীর সোনার সাজে সবার চোখ উঠল কপালে, দেখুন ভিডিও

উর্বশী রাউতেলা

উর্বশী রাউতেলা

সোনালী, রুপালী সব রকম কানের দুলই গড়াল অনেক দূর পর্যন্ত৷

 • Share this:

  #মুম্বই: এত বড় কানের দুল, যাতে ঢেকে গেল স্তনও! অর্থাত এতটাই বড় কানের দুলের মাপ যা কান থেকে ঝুলে পর্যন্ত আধা শরীর পর্যন্ত৷ এবং তা পরেই ক্যামেরার সামনে হাজির উর্বশী! সোনালী, রুপালী সব রকম কানের দুলই গড়াল অনেক দূর পর্যন্ত৷ সাজের সেই ছবি ও ভিডিও পোস্ট করলেন উর্বশী নিজেই৷

  অভিনেত্রী উর্বশী রাউতেলা বরাবরই ফ্যাশন আইকন হিসাবে পরিচিত। উর্বশী রাউতেলা সম্প্রতি মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রার স্টাইলে সেজে কিছু ছবি শেয়ার করেছেন৷ ক্লিওপেট্রা বেশে উর্বশীর ছবিগুলিতে খুবই সুন্দর। শেয়ার করা ছবি ও ভিডিওতে উর্বশীকে সত্যিই রানি ক্লিওপেট্রার মতোই দেখাচ্ছে৷ তাঁর এই সব পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে যে কোনও মানুষের৷

  ফ্যাশন ডিজাইনার ফার্ন আমেটোর একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে দেখা গিয়েছে উর্বশী রাউতেলাকে৷ রং, বর্ণ, সাম্য এবং ঐক্যের বার্তা দিচ্ছে এই ভিডিও। আরব ফ্যাশন উইকে মুক্তি পেয়েছে এই ভিডিওটি। এতে উর্বশী রাউতেলাকে 'মিশরের রানী ক্লিওপেট্রা'র ভূমিকায় দেখা গিয়েছে। ক্লিওপেট্রার এই পোশাকের জন্য খরচ হয়েছে ৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩৭ কোটি টাকা!

  এই পোশাকের বিষয়ে ইউজেন গ্রুপের প্রতিষ্ঠাতা জোশ ইউজেন বলেন, 'দুবাইয়ের হোমগ্রোন (HOMEGROWN) লাক্সারি ট্র্যাভেল এবং ফ্যাশন ম্যাগাজিন এক্সপিডিশন ম্যাগাজিনে (XPEDITION MAGAZINE)আমাদের প্রথম শ্যুট স্থান করে নিয়েছে৷ আমাদের মডেলের পোশাক সোনার তৈরি। যার জন্য মোট ব্যয় হয়েছে ৫ মিলিয়ন মার্কিন ডলার। এবং এটি কোনও সুপারস্টারের জন্যই উপযুক্ত। তিনি আমার খুব ভাল বন্ধু। '

  উর্বশী রাউতেলাকে শেষবার দেখা হয়েছিল 'ভার্জিন ভানুপ্রিয়া' নামে একটি কমেডি-ড্রামা ছবিতে। গৌতম গুলতি ও অর্চনা পুরাণ সিংকেও গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছিল এই ছবিতে। বর্তমানে উর্বশী তাঁর পরবর্তী তেলেগু ছবি 'ব্ল্যাক রোজ' এর শুটিংয়ে ব্যস্ত।

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Urvashi Rautela

  পরবর্তী খবর