#মুম্বই: সামনেই নাকি তাঁদের বিয়ে ৷ অন্তত বাজারে খবর এমনই ৷ বলি-পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এ বছর নভেম্বরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ ২০ নভেম্বর নাকি ইতালির লেক কোমো-র পাশেই বসতে চলেছে তাঁদের বিয়ের আসর ৷ যদিও বিয়ের খবর নিয়ে আপাতত মুখে খুলুপ এঁটেছেন দুই সুপারস্টারই ৷তবে সম্প্রতি একটি ইনস্টাগ্রাম চ্যাটে বিয়ে নিয়ে মুখ খুললেন স্বয়ং নায়ক ৷ সম্প্রতি এআইবি কমেডিয়ান তন্ময় ভাটের সঙ্গে একটি লাইভ চ্যাটে যোগ দেন রণবীর ৷ সেখানে কথাবার্তা চলাকালীন তন্ময় রণবীরকে বলেন, ‘আমার শুধু একটাই প্রশ্ন আছে ৷ ‘সাদি কব হ্যায়?’ সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে হেসে ফেলেন রণবীর ৷ হাসতে হাসতেই নিজস্ব স্টাইলে বলেন, ‘আরে ছোড় না৷’রণবীরের এই কমেন্টের পরেই সেই লাইভ চ্যাটটি সোশ্যাল মিডিয়ায় ব্যপক শেয়ার হয় ৷ মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় ৷
Updates | P1: Ranveer Singh and Tanmay Bhat joined instagram Live Chat-“for y’all wondering why I am being this way I am pulling his leg this is just our equation wheneverhe does respond he is always warm and great “- Tanmay talk about the comments he leaves under RS’s posts pic.twitter.com/Xf0eNlvnqz
— Ranveer Singh TB (@RanveerSinghtbt) September 9, 2018