• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • একই সঙ্গে গান শিখছে সুস্মিতা সেনের বড় মেয়ে আর বয়ফ্রেন্ড! দেখুন ভিডিও

একই সঙ্গে গান শিখছে সুস্মিতা সেনের বড় মেয়ে আর বয়ফ্রেন্ড! দেখুন ভিডিও

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

এই নিয়ে ১১তম ৷ দশম বয়ফ্রেন্ড রীতীক ভাসিনের সঙ্গে বিচ্ছেদের পর এখন মিস সেনের পছন্দ হ্যান্ডসাম হাঙ্ক রোহমানকে ৷

 • Share this:

  #মুম্বই: শোনা যাচ্ছে আবার নাকি প্রেমে পড়েছেন বিশ্বসুন্দরী ৷ নিজের থেকে ১৫ বছরের ছোট রোহমান শলের প্রেমে নাকি এই মুহূর্তে হাবুডুবু খাচ্ছেন বঙ্গতনয়া ৷ এই নিয়ে ১১তম ৷ দশম বয়ফ্রেন্ড রীতীক ভাসিনের সঙ্গে বিচ্ছেদের পর এখন মিস সেনের পছন্দ হ্যান্ডসাম হাঙ্ক রোহমানকে ৷ সম্প্রতি তাঁকে নিয়েই তাজমহলে ঘুরতে গিয়েছিলেন নায়িকা ৷ সেই ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ারও করেছেন সুন্দরী ৷ আগ্রায় ঘুরতে গিয়ে একাধি ছবিও তুলেচেন এই নতুন কাপল ৷ ফোটোসেশনের ছবি অবশ্য গোপন করেননি সুন্দরী ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ ক্যাপশনে আবার লিখেছেন, ‘লভ অব মাই লাইফ’ ৷ আর এরপর থেকেই গুঞ্জন আরও জোরদার হয়েছে ৷ কিন্তু কে এই রোহমান ? পেশায় তিনি একজন মডেল ৷ নয়ডায় থাকেন রোহমান৷ মুম্বইতে মডেলিং শিখতে এসেছিলেন ৷ মুম্বইয়ের একটি ফ্যাশন ইভেন্টে দেখা হয় দু’জনের ৷ সূত্রের খবর, তারপর থেকেই শুরু হয় সুস্মিতা এবং রোহমানের প্রেম ৷ এখানেই থেমে নেই ৷ রোহমান নাকি ধীরে ধীরে সুস্মিতার বাড়ির সদস্য হয়ে উঠেছেন ৷ তাঁর বাড়িতে নিয়মিত যাতয়াত করেন তিনি৷ সুস্মিতার দুই মেয়ে আলিশা এবং রেনের সঙ্গে বেশ বন্ধ‌ুত্ব হয়েছে রোহমানের ৷ আর বন্ধ‌ুত্ব যে বেশ গাঢ় তার প্রমাণও পাওয়া গেল সাম্প্রতিক একটি ভিডিও থেকে ৷ সেখানে দেখা যাচ্ছে মায়ের বয়ফ্রেন্ড রোহমানের সঙ্গে গানের তালিম নিচ্ছেন সুস্মিতার বড় মেয়ে রেনে ৷ প্র্যাকটিস করছেন সুস্মিতা নিজেও ৷

  First published: