হোম /খবর /বিনোদন /
'Excuse Me,এটা কি শ্যুটিং-এর সময়?' পরিচালককে একহাত নিলেন সোনাক্ষী

'Excuse Me,এটা কি শ্যুটিং-এর সময়?' পরিচালককে একহাত নিলেন সোনাক্ষী

কারণ এই দুঃসময় এমন ধরণের খবরে অনেক সমস্যা তৈরি হতে পারে৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ভয়ঙ্কর চটেছেন সোনাক্ষী সিনহা৷ লকডাউনে তিনি নাকি শ্যুটিং করছেন, এমন অভিযোগ তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রি৷ এমনকি তিনি এমন একটি ছবিও পোস্ট করেছেন৷ এতেই খুব রেগে গিয়েছেন সোনাক্ষী৷ বাবার মতো স্টাইলে তিনি প্রায় বলেছেন খামোশ৷ বিবেকের ছবিটি তিনি রিপোস্ট করেছেন এবং মুম্বই পুলিশকে তাতে ট্যাগও করেছেন৷ তিনি মুম্বই পুলিশের কাছে আর্জি জানিয়েছেন যে এমন গুজব বা ফেক নিউজ যিনি ছড়াচ্ছে তার যেন সাস্তি মেলে৷ কারণ এই দুঃসময় এমন ধরণের খবরে অনেক সমস্যা তৈরি হতে পারে৷

যেহেতু সোনাক্ষীর দিকে অভিযোগ তাই তিনি নিজেও সমস্যায় পড়তে পারেন৷ কারণ দেশজুড়ে লকডাউন৷ কাজ বন্ধ হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ৷ বাড়ির বাইরে না আসার আর্জি জানানো হচ্ছে৷ আর সেই সময় কিনা শ্যুটিং! সোনাক্ষিকে নিয়ে এমন অপপ্রচারে রীতিমত বিরক্ত অভিনেত্রী৷ একেবারে সোজাসুজি পুলিশের কাছেই তিনি জানালেন নালিশ৷ বিবেকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়৷ এই অপপ্রচারে এতটাই ক্ষেপে গিয়েছেন তিনি যে শুধু মুম্বই পুলিশ নয়, মুখ্যমন্ত্রীর দফতরকেও ট্যাগ করলেন এই পোস্টে৷ তবে এরপর বিবেকের কোনও উত্তর মেলেনি৷

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, Lockdown, Sonakshi Sinha