corona virus btn
corona virus btn
Loading

খুল্লমখুল্লা পোশাকে পুরুষ বন্ধুর গা ঘেঁষে ছবি পোস্ট শাহরুখ কন্যার, কে এই বন্ধু প্রশ্ন নেটিজেনদের

খুল্লমখুল্লা পোশাকে পুরুষ বন্ধুর গা ঘেঁষে ছবি পোস্ট শাহরুখ কন্যার, কে এই বন্ধু প্রশ্ন নেটিজেনদের
Photo Courtesy: Instagram
  • Share this:

#মুম্বই: শাহরুখ কন্যার সঙ্গে কে এই ফুটফুটে ছেলেটি? এই প্রশ্নে মশগুল নেটদুনিয়া৷ কারণ এক পুরুষ বন্ধুর সঙ্গে সম্প্রতি ছবি পোস্ট করেছেন সুহানা৷ ছবিতে দু’জনে বেশ ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে রয়েছেন৷ শাহরুখ কন্যার পোশাকও বেশ খোলামেলা৷ তাহলে কে এই বন্ধু? ইনি কি বিশেষ বন্ধু সুহানার? অনেকে এই প্রশ্ন তুলছেন৷ কারণ শাহরুখের মেয়ের বয়ফ্রেন্ড যিনি হবেন তিনিও তো কম জনপ্রিয় হবেন না! তাই সুহানা যদি প্রেম করেন, তাহলে সেই প্রমিকের পরিচয় জানার অধিকার সকলের রয়েছে৷ তেমন অধিকারবোধ থেকেই এই প্রশ্ন তুলছেন অধিকাংশ শাহরুখ ভক্ত৷

View this post on Instagram

Besties

A post shared by Suhana Khan (@suhanakhanteam) on

তবে এসবের কোনও উত্তর দেননি সুহানা৷ ছবি পোস্ট করে সুহানা লিখেছেন বেস্টি অর্থাৎ প্রিয় বন্ধু এবং তার সঙ্গে দিয়েছেন একটি লাভ চিহ্ন! ব্যাস এরপরই জোরদার হয়েছে জল্পনা৷ সুহানার এই ছবি মারাত্মকভাবে ভাইরাল৷ কালো রঙের ক্রপ টপে ভারী মিষ্টি দেখাচ্ছে সুহানাকেও৷

আরও পড়ুন 'গুড নিউজ' দিতে চলেছেন রাহুল মহাজনের 'এক্স'! ডিম্পির ছবি ভাইরাল...

এর আগেও সুহানার বেশ কিছু ছবি নিয়ে চর্চা হয়েছে৷ কখনও সুহানার পোশাক তো কখনও তার বন্ধু, সবই এসেছে নেটিজেনদের নজরে৷ কিন্তু সেই নিয়ে পরিবারের কেউই কখনও মুখ খোলেননি৷ আপাতত পড়াশুনার জন্য শাহরুখ কন্যা রয়েছেন বিদেশে৷

View this post on Instagram

Double Tab @suhanakhanteam

A post shared by Suhana Khan (@suhanakhanteam) on

First published: December 17, 2019, 9:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर