বিকিনি পরে গোয়ায় আগুন ছড়ালেন ঐশ্বর্য, দেখুন ছবি

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

অভিষেক আর আরাধ্যার সঙ্গে গোয়ার সমুদ্রসৈকতে, একান্তে আর একটু নিরিবিলিতে সময় কাটানোই ছিল উদ্দেশ্য ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: তিনি বিশ্বসুন্দরী ৷ তাঁর মোহময়ী ওই রূপের কাছে বারবার ডুব দিয়েছে কোটি কোটি পুরুষ হৃদয় ৷ অপূর্ব সেই সৌন্দর্য্যের কাছে হার মেনেছে তাঁর ভক্তকূল ৷ গতকাল ছিল তাঁর ৪৫ বছরের জন্মদিন ৷আর সেই জন্মদিন সেলিব্রেট করতেই গোয়ায় পাড়ি দিয়েছিল বচ্চন পরিবার ৷ অভিষেক আর আরাধ্যার সঙ্গে গোয়ার সমুদ্রসৈকতে, একান্তে আর একটু নিরিবিলিতে সময় কাটানোই ছিল উদ্দেশ্য ৷ কিন্তু তিনি ঐশ্বর্য রাই বচ্চন ৷ তাই পাপারাৎজিরা যে তাঁর পিছু পিছু দৌড়বে, সে তো জানা কথা ৷ তাই মুম্বই-টু-গোয়া, তাঁকে অনুসরণ করল ক্যামেরা ৷ হোটেলের স্যুইমিং পুলে নেমেও তাই ক্যামেরাবন্দী হতে হল রাই সুন্দরীকে ৷সম্প্রতি তাঁর কালো বিকিনি পরা একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ ছবিটি ঝাপসা হলেও তা দেখে রাই সুন্দরীকে চিনি নিতে একটুও কষ্ট হবে না তাঁর ভক্তদের ৷ হলুদ শর্টস পরে পুলে নেমে পরেছেন অভিষেকও ৷ এমনিতে খুব একটা খোলামেলা পোশাকে দেখা যায় না বচ্চন বহুকে ৷ বেশিরভাগ সময়ই ট্র্যাডিশনাল ভারতীয় পোশাকই বেছে নেন ঐশ্বর্য ৷ তাই এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায় ৷

    First published:

    Tags: Aishwarya Rai Bachchan, Bikini, Birthday, Goa