#মুম্বই: ভাই ইব্রাহিমের সঙ্গে শরীরচর্চা করছেন সারা আলি খান৷ লকডাউনে জিমে নয়, বাড়িতেই ভাই-বোন মিলে করছেন যোগব্যায়াম৷ এতে পরিশ্রম এতটাই হচ্ছে যে শরীর বেয়ে ঝরছে ঘাম৷ আর ওয়ার্ক আউটে যত ঘাম ঝরবে ততই কমবে মেদ! সারা ও ইব্রাহিমের শরীরচর্চার ছবি এখন রীতিমত ভাইরাল৷
ছোট থেকেই সারা ছিলেন বেশ মোটা৷ ঠিক হেলদি বেবি যেমন হয়! বড় হয়েও তাঁর ওজন বেশি ছিল৷ সেই সময়কার ছবি ও ভিডিও প্রায়সই শেয়ার করেন সারা৷ অর্থাৎ কোনও চেহারাতে নিজেকে নিয়ে আপত্তি নেই তাঁর৷ কারণ সইফ ও অমৃতা কন্যা খুবই আত্মবিশ্বাসী৷ তিনি সব সময় মনে করেন যে কোনও কাজে সফল হতে গেলে মনের জোর বেশি গুরুত্বপূর্ণ৷ তবে ছবিতে কাজ করতে গিয়ে ওজনের দিকে নজর দিতে হয়েছে তাঁকে৷ এখন তিনি রীতিমত স্লিম! কেমন করে তিনি এতটা ঝরঝরে হলেন, তা জানতে অনেকেরই খুব আগ্রহ৷ তাই সারার ডায়েট চার্ট থেকে শরীরচর্চার ধরন জানতে চান ভক্তরা!
ভাই ইব্রাহিম ও সারা খুবই বিন্দাস৷ দু’জনে মাঝে মধ্যেই মজার ভিডিও পোস্ট করেন৷ যা পছন্দও হয় সকলের৷ দেখুন...
View this post on Instagram
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sara Ali Khan