corona virus btn
corona virus btn
Loading

মাথা গরম করে ছেলে কোলে হনহনিয়ে হাঁটলেন সইফ,করিনা গেলেন কই? দেখুন ভিডিও

মাথা গরম করে ছেলে কোলে হনহনিয়ে হাঁটলেন সইফ,করিনা গেলেন কই? দেখুন ভিডিও
Photo Courtesy: Instagram

তবে তারপরও নিস্তার নেই৷ কোলে থাকা তৈমুরের ছবি তুলতে ব্যস্ত হয় সকলে

  • Share this:

#মুম্বই: ছুটি কাটিয়ে দেশে ফিরছেন সইফ-করিনা৷ সুইৎজারল্যান্ডে কেটেছে তাদের নতুন বছরের শুরুটা৷ একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন খান পরিবার৷ এবার সইফ, করিনা এবং তৈমুরের ঘরে ফেরার পালা৷ রবিবারই সপরিবারে তারা ফিরলেন বাড়িতে৷ এয়ারপোর্ট হল নাজেহাল অবস্থা৷ এয়ারপোর্টে তাদের দেখা মাত্রই তাদের ওপর প্রায় হুমড়ি খেয়ে পড়ছিল উৎসুক জনতা৷ সইফ এবং করিনার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সকলে৷ এয়ারপোর্টেই তারকাদের প্রায় গায়ের ওপর উঠে পড়ছিল জনতা৷ ভক্তদের এমন ব্যবহারে বেশ রেগেই গেলেন সইফ৷

ছেলে তৈমুরের হাত ধরে ছিলেন সইফ৷ তাই তিনি খুব তাড়াতাড়িও হাঁটতে পারছিলেন না তিনি৷ এরপরই তিনি কোলে নিয়ে নিলেন তৈমুরকে এবং শুরু করলেন হনহনিয়ে হাঁটা৷ তবে তারপরও নিস্তার নেই৷ কোলে থাকা তৈমুরের ছবি তুলতে ব্যস্ত হয় সকলে৷ তবে এবার ধৈর্যের বাধ ভাঙল সইফের৷ সেলফি তুলতে আসা এক উৎসুক ব্যক্তির হাত সরিয়ে দিলেন তিনি৷ মুখে হয়ত কোনও কথা ছিল না সইফের তবে তিনি যে বেশ রেগে গিয়েছেন, সেটা ভালও বোঝা গিয়েছে ভিডিও দেখে৷ তবে এত কিছুর মধ্যে মা করিনা কোথায়? খুঁজেই পাওয়া গেল না তাকে৷ ভিডিওর শুরুতে দেখা গিয়েছিল তাকে৷ ভক্তের সঙ্গে হাসি মুখে ছবি তুলছিলেন তিনি৷ তবে তারপর তিনি এত ভিড়ে হারিয়ে যান৷ এইভাবে এয়ারপোর্টে এসেই জনতার চাপে

আরও পড়ুনচোখের জলে ভাঙল ২ বছরের এনগেজমেন্ট! আলাদা হলেন এই অভিনেতারা...

দু’জনে বিচ্ছিন্ন হয়ে গেলেন৷ এতেই কিছুটা মাথা গরম হল সইফের৷ তাই তো এই ভিডিওটি ভাইরাল হয়েছে৷

Published by: Pooja Basu
First published: January 13, 2020, 3:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर