#মুম্বই: ছেলে আর আলিয়ার সম্পর্কে কি সিলমোহর দিলেন ঋষি কাপুর? এই প্রশ্নেই জেরবার ঋষি৷ তাঁর এক টুইটকে হাতিয়ার করেই চলছে প্রশ্ন, পাল্টা প্রশ্নের ধুম!
আরও পড়ুন রুক্মিনীকে কী নামে ডাকেন দেব ? জানলে অবাক হবেন
তাহলে কি কাপুর আর ভাটরা এক হচ্ছেন? ব্রহ্মাস্ত্র-ছবির শ্যুট থেকেই আলিয়া রণবীর থাকছেন কাছাকাছি৷ সোনমের বিয়েতেও গিয়েছিলেন একসঙ্গে৷ এমনকি ব্রহ্মাস্ত্র-এর সেটে হাজির নীতুও আলিয়াকে নিয়ে বেশ খুশি৷ রণবীরে মাও যে পছন্দ করেন আলিয়াকে, সেটা তো তাঁর সোস্যাল পোস্ট থেকেই স্পষ্ট৷ এর আগে অনেক নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছে রণবীরের৷ এখন দেখার আলিয়াতেই কি মন মজে ছোটে কাপুরের!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Neetu kapoor, Ranbir Kapoor, Rishi Kapoor