• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • হঠাৎ করে হাসপাতালে ভর্তি হলেন ঋষি কাপুর, রণবীরের পাশে রয়েছেন আলিয়া

হঠাৎ করে হাসপাতালে ভর্তি হলেন ঋষি কাপুর, রণবীরের পাশে রয়েছেন আলিয়া

নিউইয়র্ক থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসেন ঋষি৷ অনেকটাই ভাল ছিলেন তিনি৷ তবে হঠাৎ করে কী হল, তা নিয়েই শুরু হয়েছে চর্চা৷

নিউইয়র্ক থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসেন ঋষি৷ অনেকটাই ভাল ছিলেন তিনি৷ তবে হঠাৎ করে কী হল, তা নিয়েই শুরু হয়েছে চর্চা৷

নিউইয়র্ক থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসেন ঋষি৷ অনেকটাই ভাল ছিলেন তিনি৷ তবে হঠাৎ করে কী হল, তা নিয়েই শুরু হয়েছে চর্চা৷

 • Share this:

  #নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি হলেন ঋষি কাপুর৷ নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ ঋষি ক্যান্সারে ভুগছেন৷ গতবছরই সেই কথা জানিয়ে দেন তার স্ত্রী নীতু সিং কাপুর৷ আমেরিকায় তার চিকিৎসাও চলে দীর্ঘদিন৷ তারপর সুস্থ হয়ে দেশে ফেরেন ঋষি৷ কিন্তু হঠাৎ করেই আবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন৷ যদিও কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হল, তা এখনও জানানো হয়নি৷ ঋষির সঙ্গে উপস্থিত রয়েছেন নীতু৷ সঙ্গে রয়েছেন রণবীর ও আলিয়াও৷

  তাদের বাড়িতে অনুষ্ঠান চলছে৷ ঋষির দিদির ছেলে অরমানের বিয়ে নিয়ে ব্যস্ত কাপুর পরিবার৷ সকলেই হাজির ছিলেন মেহন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান৷ কিন্তু সেখানে দেখা যায় না রণবীর-আলিয়াকে৷ ঋষির পরিবারের কেউ উপস্থিত থাকতে পারেননি৷ সেই থেকেই জল্পনা শুরু হয়েছিল৷ তারপরই জানা যায় যে ঋষি কাপুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷ যদিও পরিবারে তরফে এ নিয়ে মুখ খোলা হয়নি৷

  আরও পড়ুন ড্রেসের জন্য দেখা গিয়েছিল প্রিয়াঙ্কার বক্ষযুগল,কিন্তু যা ছিল ওটা...মুখ খুললেন নায়িকা!

  নিউইয়র্ক থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসেন ঋষি৷ অনেকটাই ভাল ছিলেন তিনি৷ তবে হঠাৎ করে কী হল, তা নিয়েই শুরু হয়েছে চর্চা৷

  Published by:Pooja Basu
  First published: