#মুম্বই: তাঁদের প্রেমের কথা জানেন না এমন কী কেউ আছেন ? প্রকাশ্যেই এবার সেই প্রেম যেন উদযাপন করলেন দীপিকা-রণবীর ৷ একেবারে দেশের মাটিতে ৷ ঘটনাটি ঘটলো এয়ারপোর্টে ৷ হাতে হাত তো ছিলই, তারপর চুম্বন ! কিছুতেই যেন একে অপরকে ছাড়তে চাইছেন না তাঁরা ৷ ভিডিওটি দেখলেই বুঝবেন ৷