#মুম্বই: স্বামীর চুল কাটছেন অনুষ্কা, এই ভিডিও তো ভাইরাল হয়েছিল৷ সেই দেখে অনেক মহিলাই স্বামীর চুল কেটে দিয়েছেন লকডাউনর সময়৷ তবে মহিলাদের চুল স্বামীরা কেটে দিচ্ছেন এটা তো দেখা যায়নি৷ এবার বান্ধবীর চুল কেটে নিজের জনপ্রিয়তা যেন আরও কিছুটা বাড়িয়ে নিলেন বলিউডের অভিনেতা৷
তিনি কিছুটা হটকে৷ অভিনয় হোক বা তার ছবি৷ নতুন প্রজন্মের যে অভিনেতারা নাম করেছেন বলিউডে তাদের মধ্যে রাজকুমার রাও অন্যতম৷ বিভিন্ন চরিত্রে তার অভিনয় মন কেড়েছে ভক্তদের৷ এবার তিনি আরও কিছুটা মন কাড়লেন মহিলা ভক্তদের৷ কারণ খুবই যত্ন সহকারে তিনি কেটে দিলেন বান্ধবীর চুল৷
আরও পড়ুন বিদেশি নায়িকাকে নকল! মনোরঞ্জনের জন্য দেশি নায়িকার বিন্দাস নাচে সরগরম নেট দুনিয়া,দেখুন ভিডিও
রাজকুমারের সঙ্গে বাঙালি মেয়ে পত্রলেখার প্রেম অনেকদিনের৷ দু’জনে একসঙ্গেই থাকেন৷ অর্থাৎ লিভ-ইন করেন৷ এখন এই সময় বাড়িতে আটকে তারা৷ কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে পত্রলেখার লম্বা চুল৷ যা কাটার সময় হয়ে গিয়েছে৷ তাই বান্ধবীর চুল কেটে দিলেন অভিনেতা নিজেই৷ লকডাউনের বাজারে সেই ভিডিও হল ভাইরাল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Rajkumar Rao