• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বাঙালির মনোরঞ্জনে বুম্বাদার প্রযোজনায় একগুচ্ছ ছবি

বাঙালির মনোরঞ্জনে বুম্বাদার প্রযোজনায় একগুচ্ছ ছবি

Photo Courtesy: Twitter Handle/ Prosenjit Chatterjee

Photo Courtesy: Twitter Handle/ Prosenjit Chatterjee

সম্প্রতি প্রসেনজিতের প্রযোজনা সংস্থা আইডিয়াজের পক্ষ থেকে ঘোষণা করা হল একগুচ্ছ ছবির৷ এইসব ছবির মাধ্যমেই দর্শকদের মনোরঞ্জন করতে চলেছেন বাংলার বুম্বাদা৷

 • Share this:

  #কলকাতা:  তিনিই ইন্ডাস্ট্রি৷ অটোগ্রাফের ছবির ডায়গলটা যে তাঁর জন্যই তৈরি, সেটা বহু বছর ধরেই প্রমাণ করে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ এখনও তিনিই নম্বর ওয়ান৷ তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কি কোন নম্বরের মধ্যে বেঁধে রাখা যায়? একের পর এক ছবিতে অভিনয় তো আছেই, সঙ্গে চলছে ছবির প্রযোজনা৷ সম্প্রতি প্রসেনজিতের প্রযোজনা সংস্থা আইডিয়াজের পক্ষ থেকে ঘোষণা করা হল একগুচ্ছ ছবির৷  এইসব ছবির মাধ্যমেই দর্শকদের মনোরঞ্জন করতে চলেছেন বাংলার বুম্বাদা৷

  আরও পড়ুন ‘রেইনবো জেলি’ রিভিউ : বাংলায় ‘তারে জমিন পর’ তৈরি হলে, আমির লাগবে না, লাগবে ‘ঘোতন’!

  প্রত্যেকটা ছবির পরতে পরতে থাকছে বাঙায়ালিয়ানার ছোঁয়া৷ যেমন মহালয়া৷ আপামর বাঙালির সেন্টিমেন্টে ভরপুর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্ত্রোতপাঠ ছাড়া শুরুই হতে পারে না দুর্গাপুজো৷ সেই ইমোশন এবার প্রসেনজিৎ প্রযোজিত ছবিতে৷ সৌমিক সেনের পরিচালনায় এই ছবিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে থাকছেন শুভাশিস মুখোপাধ্যায়৷ উত্তম কুমারের চরিত্রে যিশু সেনগুপ্ত৷ আসছে উড়নচণ্ডীও৷ অভিষেক সাহার ছবিতে উঠে আসবে এক মেয়ের গল্প৷ অভিনয়ে চিত্রা সেন, সুদীপ্তা চক্রবর্তী৷

  আরও পড়ুন জন্মদিনে আব্রামের স্বপ্নপূরণে শাহরুখের মজার পোস্ট

  এছাড়া যেই ছবিগুলোর কথা জানানো হয়েছে তার মধ্যে থাকছে কলকাতা কোম্পানি, দাস দা, সুচিত্রা ভট্টাচার্যের একটি গল্প অবলম্বনে ছবি, ও আবার আসিতছে৷ অর্থাৎ বছরভর ছবির জন্য তৈরি থাকুন৷ ইট ফিল্ম, ড্রিঙ্ক ফিল্ম ও স্লিপ ফিল্মে বিশ্বাসী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বছরভর ছবিতে দর্শকদের মজিয়ে রাখার সঙ্কল্প যে নিয়েই ফেলেছেন, সেটা ভালই বোঝা যাচ্ছে৷

  First published: