corona virus btn
corona virus btn
Loading

বিদেশে পা রেখে দেশকে মোটেই ভোলেননি অভিনেত্রী, ভাইরাল 'পুরনো' ভিডিও দেখলেই বুঝবেন

বিদেশে পা রেখে দেশকে মোটেই ভোলেননি অভিনেত্রী, ভাইরাল 'পুরনো' ভিডিও দেখলেই বুঝবেন

ভিডিওটি বেশ কিছুদিনের পুরনো৷ কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার সেই পুরনো ভিডিও নিয়েই ভক্তরা বেশ মাতামাতি করছেন৷

  • Share this:

#মুম্বই: ভিডিওটি বেশ কিছুদিনের পুরনো৷ কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার সেই পুরনো ভিডিও নিয়েই ভক্তরা বেশ মাতামাতি করছেন৷ হলিউডে তার ফিল্মের শ্যুটিং-এর আগে সেটে নারকেল ফাটিয়ে ছিলেন প্রিয়াঙ্কা৷ ঠিক যেমন হয় বলিউডে৷ সেই ভিডিওটিই এখন ভাইরাল হয়েছে রীতিমতো৷

ভিডিওতে দেখা গিয়েছে যে শ্যুটিং শুরু আগে সকলে মিলে জড়ো হয়েছেন৷ সেখানে প্রিয়াঙ্কা সকলকে বোঝাচ্ছেন যে নারকেল ফাটানোর মাহাত্ম৷ তিনি বলেছেন যে কোনও শুভ কাজের আগে নারকেল ফাটানো ভারতীয়দের একটা রীতি৷ এবং যে কোনও ছবির শ্যুটিং-এর আগে এভাবে নারকেল ফাটানোর চল রয়েছে এদেশে৷ সেই নিয়মই বিদেশের মাটিতে তুলে ধরলেন পিগি চপস৷ বোঝালেন যে নিজের শিকড় তিনি ভোলেননি বিন্দুমাত্র৷ উল্টে বিদেশিদের ভারতীয় রীতিতে অভ্যস্ত করিয়ে দিচ্ছেন৷

প্রিয়াঙ্কার এই পুরনো ভিডিওটি মনে ধরেছে ভক্তদের৷ কারণ এই তারকাকে আদর্শ বিশ্ব নাগরিক বলে মনে করছেন তারা৷ আপাতত প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন সকলে করোনা নিয়ে সচেতন করতে৷ নিয়মিত করোনা সতর্কতার ভিডিও পোস্ট করছেন তিনি৷

First published: April 19, 2020, 2:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर