corona virus btn
corona virus btn
Loading

#Viral: স্বল্পবাসে বিছানায়, অন্তরঙ্গতায় মাখো মাখো ফারহান-প্রিয়াঙ্কা, লিক হল ভিডিও

#Viral: স্বল্পবাসে বিছানায়, অন্তরঙ্গতায় মাখো মাখো ফারহান-প্রিয়াঙ্কা, লিক হল ভিডিও
Photo- Instagram/ Video Grab

নেট দুনিয়া রমরম করে চলছে এই লিকড ভিডিও

  • Share this:

#মুম্বই : দ্য স্কাই ইজ পিঙ্ক ছবি মুক্তি পেয়েছিল ৷ সমালোচকরা ছবির বিষয়বস্তু থেকে ছবির বুনন সবকিছু নিয়েই প্রশংসা করেছেন ৷ তবে বক্স অফিসে ছবি সাফল্য পায়নি ৷ তবে হঠাৎ করেই ফের হিল্লোল তুলেছে এই ছবি ৷ এই ছবিটি খুবই সংবেদনশীল বিষয়বস্তু নিয়ে তৈরি ৷ তবে এই ছবির একটি অন্তরঙ্গ শ্যুটিংয়ে মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

এই দৃশ্যে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারকে ৷ সোশ্যাল হ্যান্ডেলে এই ভিডিওটিকে লিকড প্রোমো বলে দাবি করা হচ্ছে ৷ তবে ছবির সে অফিসিয়াল প্রোমো সকলেই দেখছেন তাতে এই দৃশ্যাবলী দেখা যায়নি ৷ দেখে নিন চেনা ট্রেলরটি ৷

তবে এই ধরণের ভিডিও যা এখন সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে তা এক কথায় ‘hot’ ৷ দৃশ্যটিতে দেখা যাচ্ছে বিছানার ওপরে রয়েছেন ছবির দুই মূল প্রোটাগনিস্ট ৷ প্রিয়াঙ্কা একটি ফিনফিনে রাতের পোশাকে রয়েছেন ৷ আর ফারহান আখতারও একেবারে নামমাত্র পোশাকে রয়েছেন ৷

আরও পড়ুন - #Viral: ‘ও এখন আমার বোনের সঙ্গে শুয়ে রয়েছে!’ - অধিনায়কের উত্তরে সোশ্যাল মিডিয়া উত্তাল ...

শুধু পোশাকের দিক থেকেই নয় ,যে ক্লিপটি দেখা যাচ্ছে তাতে যে কথোপকথন হচ্ছে সেটাও বেশ গরমাগরম ৷ আর নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত দুই তারকা একেবারে স্বচ্ছন্দ্যভাবে ধরা দিয়েছেন ৷

 

দুই অভিনেতা-অভিনেত্রী অসম্ভব প্রতিভাশালী ৷ প্রেমের শয্যাদৃশ্যে অভিনয় করেছেন দাপটের সঙ্গে৷ ফলে একে গরমাগরম দৃশ্য তারওপরে দারুণ নান্দনিক ফলে ভিডিও সুপার ভাইরাল হতে সময় নেয়নি বেশি ৷

আরও দেখুন

First published: December 9, 2019, 9:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर