#কলকাতা: কিছু দিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি সোনার পাহাড় ৷ দর্শকমহলে ভাল সাড়া পেয়েছে ছবিটি ৷ পরিচালক হিসেবে খুশি পরম ৷ এর মধ্যেই চলে এল তাঁর বান্ধবীর জন্মদিন ৷ ইকার সঙ্গে পরমের সম্পর্ক বহুদিন গড়িয়েছে ৷ এবার জন্মদিনও সেলিব্রেট হল ধুমধাম করে ৷ যদিও কাছের মানুষরাই ছিলেন ইকার পাশে ৷ পরমের বন্ধুরা সকলেই উপস্থিত ছিলেন ইকার জন্মদিন স্পেশাল করে তোলার জন্য ৷
আরও পড়ুন কাজের বাইরে কীভাবে সময় কাটান ফাগুন বউ-এর বিক্রম ? দেখে নিন
পরমের বিদেশিনী বান্ধবী সেজেছিলেন একেবারে অন্যভাবে ৷ লাল ফ্লোরাল টিয়ারা আর লম্বা ড্রেসে খুবই সাধারণ ছিল ইকার জন্মদিনের সাজ ৷ পরমের বন্ধুদের সঙ্গে বেশ ভাল যে সময় কাটল তাঁর, ছবি থেকেই স্পষ্ট ৷ উপস্থিত ছিলেন সস্ত্রীক আবীর, কৌশিক গাঙ্গুলি ও চূর্ণী গাঙ্গুলি ৷ তাঁদের ছেলেও ছিলেন সেখানে ৷ অন্যদিকে সপরিবারে হাজির ছিলেন রিরসা দাশগুপ্তও ৷ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোন রকম কথা বলতে চান না পরম ৷ তাই স্বাভাবিক বান্ধবীর জন্মদিনের ছবিও তিনি সর্বসমক্ষে আনবেন না ৷ কিন্তু এই কাজটি করলেন বন্ধু বিরসা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Girlfriend, Parambrata, Parambrata Chatterjee, Tollywood