হোম /খবর /বিনোদন /
১২ বছর পর ধারাবাহিক থেকে নিঃশব্দে সরলেন অভিনেত্রী,বললেন চুপ থাকাই আমার প্রতিবাদ

১২ বছর পর ধারাবাহিক থেকে নিঃশব্দে সরলেন অভিনেত্রী, বললেন চুপ থাকাটাই আমার প্রতিবাদ

Representative Image

Representative Image

অনেক রকম সমস্যা হয় কাজের ক্ষেত্রে৷ কারও ইগো সন্তুষ্ট করা থেকে আরও অনেক রকম নোংরামে সহ্য করে আর থাকতে চাননি তিনি৷ তবে সেসব নিয়ে একেবারেই মুখ খুলতে চাননি তিনি৷ তাই এভাবে সরে দাঁড়ালেন৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ঠিক অভিমান নয়৷ তবে আর কাজের পরিবেশ সহ্য করতে পারছিলেন না অভিনেত্রী৷ ফল স্বরূপ নিজেকে নিলেন গুটিয়ে৷ তিনি কোনও রকম প্রতিবাদ বা সমস্যা নিয়ে সুর চড়াতে চাননি৷ উল্টে একেবারে নিঃশব্দেই নিলেন বিদায়৷ ১২ বছর তিনি যুক্ত ছিলেন জনপ্রিয় ধারাবাহিকের সঙ্গে৷ যেখানে সকলে তাঁকে অনস্ক্রিন খুব পছন্দও করতেন৷ কিন্তু ভিতর ভিরত জমছিল ক্ষোভ, কাজের পরিবেশ নিয়ে৷ শেষ পর্যন্ত ১২ বছরের সম্পর্ক ছেদ করে নিজেই নিলেন বিদায়৷ বললেন যে, তাঁর এভাবে বিদায় নেওয়া ও চুপ করে থাকা এক ধরণের প্রতিবাদ৷ নিজেকে যেখানে মানিয়ে নিতে পারছেন না, সেখান থেকে সরে যাওয়াই ভাল৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিনেত্রী৷ বলেন যে, সম্ভবত তাঁকে সিরিয়ালের থেকে বিদায় দিতে চেয়েছিল কর্তৃপক্ষও৷ তাই সেই ভাবে সব পরিকল্পনা হয়েছিল৷

তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকের নেহা মেহতা ওরফে অঞ্জলী মেহতা এমনই বিতর্কিত অভিযোগ করেন৷ বেশ কিছুদিন তিনি ধারাবাহিকের বাইরে ছিলেন৷ ভেবেছিলেন আবার ফিরে আসবেন৷ কিন্তু তার জন্য কিছু শর্ত ছিল তাঁর৷ সেটে কিছু নিয়ম পালনের কথা বলেন তিনি৷ কারণ এই সব ব্যবহারে তাঁর সমস্যা হচ্ছিল৷ তবে তিনি বুঝেছিলেন যে সেই সব কিছু পাল্টানো সম্ভব নয় এবং তা কেউ চায়ও না৷ এতে নিজের ওপর চাপ তৈরি হওয়াতে, নিজেই বিদায়ের কথা ঘোষণা করলেন নেহা৷ নেহার কথায়, কখনও কখনও চুপ থেকেই সেরা উত্তর দেওয়া যায়৷ আমি অত্যাচারিত বা আমার সঙ্গে খারাপ হয়েছে, এসব আমি বলতে চাই না৷ আমি কোনও লড়াই, রাজনীতি বা হিংসার শিকার, এসব বলতে চাই না৷ এরম করলে আমি উল্টো দিকের মানুষগুলিকেই বেশি পাত্তা দিয়ে ফেলব৷ এখানে কে ঠিক, কে ভুল, তার বিচার করতে কেউ আসে না৷

Neha Mehta Neha Mehta

নেহা বলেন যে, তাঁর বাবা খুব চাইতেন যে তিনি কাজে ফিরুন৷ তবে এরই সঙ্গে ধারাবাহিকের প্রযোজকদের ওপরও তাঁর কোন রাগ নেই৷ বরং তাঁদের সম্মান করেন তিনি৷ জানান নেহা৷ কারণ তিনি জানান যে, কিছু সমস্যা মেটার নয়৷ তাই সেখানে বলে কোনও লাভ নেই৷ আর তাঁর পরিবর্তে যাকে কাজে নেওয়া হয়েছে, তাকে কম বেতনও দিতে হবে৷ তাই আখেরে প্রযোজকদের লাভই হবে৷ মত নেহার৷

অন্যদিকে ধারাবাহিকের এক প্রযোজক জানান যে, সব কিছু ঠিক হয়ে গিয়েছে৷ নেহার পরিবর্তে যাকে আনা হয়েছে তিনিও খুবই ট্যালেন্টেড৷ একবার কাউকে পর্দায় নিয়ে এলে আর ফেরানো যায় না৷

Published by:Pooja Basu
First published:

Tags: Actress