#মুম্বই: ঠিক অভিমান নয়৷ তবে আর কাজের পরিবেশ সহ্য করতে পারছিলেন না অভিনেত্রী৷ ফল স্বরূপ নিজেকে নিলেন গুটিয়ে৷ তিনি কোনও রকম প্রতিবাদ বা সমস্যা নিয়ে সুর চড়াতে চাননি৷ উল্টে একেবারে নিঃশব্দেই নিলেন বিদায়৷ ১২ বছর তিনি যুক্ত ছিলেন জনপ্রিয় ধারাবাহিকের সঙ্গে৷ যেখানে সকলে তাঁকে অনস্ক্রিন খুব পছন্দও করতেন৷ কিন্তু ভিতর ভিরত জমছিল ক্ষোভ, কাজের পরিবেশ নিয়ে৷ শেষ পর্যন্ত ১২ বছরের সম্পর্ক ছেদ করে নিজেই নিলেন বিদায়৷ বললেন যে, তাঁর এভাবে বিদায় নেওয়া ও চুপ করে থাকা এক ধরণের প্রতিবাদ৷ নিজেকে যেখানে মানিয়ে নিতে পারছেন না, সেখান থেকে সরে যাওয়াই ভাল৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিনেত্রী৷ বলেন যে, সম্ভবত তাঁকে সিরিয়ালের থেকে বিদায় দিতে চেয়েছিল কর্তৃপক্ষও৷ তাই সেই ভাবে সব পরিকল্পনা হয়েছিল৷
তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকের নেহা মেহতা ওরফে অঞ্জলী মেহতা এমনই বিতর্কিত অভিযোগ করেন৷ বেশ কিছুদিন তিনি ধারাবাহিকের বাইরে ছিলেন৷ ভেবেছিলেন আবার ফিরে আসবেন৷ কিন্তু তার জন্য কিছু শর্ত ছিল তাঁর৷ সেটে কিছু নিয়ম পালনের কথা বলেন তিনি৷ কারণ এই সব ব্যবহারে তাঁর সমস্যা হচ্ছিল৷ তবে তিনি বুঝেছিলেন যে সেই সব কিছু পাল্টানো সম্ভব নয় এবং তা কেউ চায়ও না৷ এতে নিজের ওপর চাপ তৈরি হওয়াতে, নিজেই বিদায়ের কথা ঘোষণা করলেন নেহা৷ নেহার কথায়, কখনও কখনও চুপ থেকেই সেরা উত্তর দেওয়া যায়৷ আমি অত্যাচারিত বা আমার সঙ্গে খারাপ হয়েছে, এসব আমি বলতে চাই না৷ আমি কোনও লড়াই, রাজনীতি বা হিংসার শিকার, এসব বলতে চাই না৷ এরম করলে আমি উল্টো দিকের মানুষগুলিকেই বেশি পাত্তা দিয়ে ফেলব৷ এখানে কে ঠিক, কে ভুল, তার বিচার করতে কেউ আসে না৷
নেহা বলেন যে, তাঁর বাবা খুব চাইতেন যে তিনি কাজে ফিরুন৷ তবে এরই সঙ্গে ধারাবাহিকের প্রযোজকদের ওপরও তাঁর কোন রাগ নেই৷ বরং তাঁদের সম্মান করেন তিনি৷ জানান নেহা৷ কারণ তিনি জানান যে, কিছু সমস্যা মেটার নয়৷ তাই সেখানে বলে কোনও লাভ নেই৷ আর তাঁর পরিবর্তে যাকে কাজে নেওয়া হয়েছে, তাকে কম বেতনও দিতে হবে৷ তাই আখেরে প্রযোজকদের লাভই হবে৷ মত নেহার৷
অন্যদিকে ধারাবাহিকের এক প্রযোজক জানান যে, সব কিছু ঠিক হয়ে গিয়েছে৷ নেহার পরিবর্তে যাকে আনা হয়েছে তিনিও খুবই ট্যালেন্টেড৷ একবার কাউকে পর্দায় নিয়ে এলে আর ফেরানো যায় না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actress