মুম্বই: সদ্য রোহনপ্রীতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং গায়িকা নেহা কক্কর৷ বিন্দাস নেহা যতটা গানে স্বচ্ছন্দ, নাচের ক্ষেত্রেও ঠিক ততটাই সাবলীল৷ দিন কয়েক আগে অবধিও জোর গুঞ্জন ছিল উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে বিয়ে করছেন নেহা৷ কিন্তু সে সত্যি অতীত ৷ এখন রোহনপ্রীতের ঘরণী নেহা অন্যদিকে দিন দুয়েক আগেই গাঁটছড়া বেঁধেছেন আদিত্য৷
তবে এই বাজারেই নেহার একটি কিছুদিনের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ ভিডিওটিতে নেহাকে গাড়ির মধ্যে খোলামেলা পোশাকে নাচ গান করতে দেখা গেছে ৷
গাড়িতে ম্যায় তেরি কাকা তু মেরি কোকো গানের সঙ্গে চুটিয়ে নাচছেন নেহা৷ পরণে একেবারে খোলামেলা হলুদ-কালো পোশাক৷ যার থেকে অনায়স উঁকিঝুঁকি দিচ্ছে নেহার ক্লিভ লাইন৷
দেখুন ভিডিও
মূলত বিন্দাস স্বভাবের নেহা কক্কর আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দারুণ জনপ্রিয়৷ তিনি নিজে নিজের বিভিন্ ভিডিও অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করেন নিয়মিত৷ ফ্যানরাও মুখিয়ে থাকেন তাঁদের গাইয়ে ও নাচিয়ে তারকার নতুন নতুন কাজ চাক্ষুষ করার জন্য৷
গানটি আসলে জনপ্রিয় গায়ক বাদশার অ্যালবাম৷ তিনি নাচের তালে একেবারে মাতিয়ে দিয়েছেন দর্শক -শ্রোতাদের৷