#মুম্বই: ৮ জুলাই, বুধবার, ছিল নীতু সিং কাপুরের জন্মদিন৷ ছোট একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ছিলেন হাতে গোনা আত্মীয় ও বন্ধু৷ উপস্থিত ছিলেন ছেলে-মেয়ে রণবীর, ঋদ্ধিমা, ববিতা ও করণ জোহর৷
জন্মদিনের কিছু আনন্দের মুহূর্ত নীতু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ তার মধ্যে রয়েছে ছেলে রণবীর কাপুরের সঙ্গে নীতুর ছবি৷ অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে জন্মদিনের কেক নিয়ে মা ছেলে ও মেয়ের মধ্যে চলছে খুনসুঁটি৷ সেই ছবিতে করণ জোহরের উজ্জ্বল উপস্থিতির দেখা মিলেছে ৷ তিনিও মেতেছেন আনন্দে৷
স্বামী ঋষির মৃত্যুর পর ঘর একেবারে খালি নীতুর৷ কারণ বিয়ের পর থেকেই তিনি সামলেছেন ঋষির সংসার৷ এমনকি ঋষি কাপুরের শরীর খারাপের সময় তাঁর চিকিৎসার জন্য নীতু ছিলেন পাশে, সবসময়৷ তাই এখন যেন নীতু একা৷ বিয়ের পর মেয়ে ঋদ্ধিমাও দিল্লি নিবাসী৷ ছেলে রণবীর থাকেন অন্য ফ্ল্যাটে এবং নিজের ছবি নিয়ে ব্যস্ত৷ তবে এই বছর সকলে একসঙ্গে হয়েছিলেন নীতুর জন্মদিনে৷ মা যে তাঁদের কতটা প্রিয় তাই যেন বুঝিয়েছেন রণবীর-ঋদ্ধিমা৷
নীতুও লিখেছেন তিনিই ধনী যাঁর সংসারে সম্পর্ক রয়েছে মজবুত৷