Home /News /entertainment /
সুশান্তের মৃত্যুর পর প্রথম জনসমক্ষে করণ জোহর! নীতুর বার্থডে পার্টিতে আনন্দে মাতলেন রণবীরের সঙ্গে

সুশান্তের মৃত্যুর পর প্রথম জনসমক্ষে করণ জোহর! নীতুর বার্থডে পার্টিতে আনন্দে মাতলেন রণবীরের সঙ্গে

Neetu Kapoor Birthday Celebration

Neetu Kapoor Birthday Celebration

খুবই ছোট করে আয়োজন করা হয়েছিল নীতুর ৬২ তম জন্মদিনের পার্টি৷ একদিকে করোনা ও লকডাউন পরিস্থিত অন্যদিকে ঋষির মৃত্যু, সব মিলে নীতুর জন্মদিনে কোনও আড়ম্বর হল না৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ৮ জুলাই, বুধবার, ছিল নীতু সিং কাপুরের জন্মদিন৷ ছোট একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ছিলেন হাতে গোনা আত্মীয় ও বন্ধু৷ উপস্থিত ছিলেন ছেলে-মেয়ে রণবীর, ঋদ্ধিমা, ববিতা ও করণ জোহর৷

জন্মদিনের কিছু আনন্দের মুহূর্ত নীতু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ তার মধ্যে রয়েছে ছেলে রণবীর কাপুরের সঙ্গে নীতুর ছবি৷ অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে জন্মদিনের কেক নিয়ে মা ছেলে ও মেয়ের মধ্যে চলছে খুনসুঁটি৷ সেই ছবিতে করণ জোহরের উজ্জ্বল উপস্থিতির দেখা মিলেছে ৷ তিনিও মেতেছেন আনন্দে৷

স্বামী ঋষির মৃত্যুর পর ঘর একেবারে খালি নীতুর৷ কারণ বিয়ের পর থেকেই তিনি সামলেছেন ঋষির সংসার৷ এমনকি ঋষি কাপুরের শরীর খারাপের সময় তাঁর চিকিৎসার জন্য নীতু ছিলেন পাশে, সবসময়৷ তাই এখন যেন নীতু একা৷ বিয়ের পর মেয়ে ঋদ্ধিমাও দিল্লি নিবাসী৷ ছেলে রণবীর থাকেন অন্য ফ্ল্যাটে এবং নিজের ছবি নিয়ে ব্যস্ত৷ তবে এই বছর সকলে একসঙ্গে হয়েছিলেন নীতুর জন্মদিনে৷ মা যে তাঁদের কতটা প্রিয় তাই যেন বুঝিয়েছেন রণবীর-ঋদ্ধিমা৷

নীতুও লিখেছেন তিনিই ধনী যাঁর সংসারে সম্পর্ক রয়েছে মজবুত৷

Published by:Pooja Basu
First published:

Tags: Birthday, Neetu singh kapoor