#মুম্বই: ২০২১-র শুরুতে কি বিয়ে করছেন রণবীর-আলিয়া? সকলে মিলে উড়ে গেলেন জয়পুরে! সঙ্গে তাঁদের পরিবার ও বন্ধুবান্ধব, যাতে সামিল রণবীর সিং-দীপিকা পাড়ুকোনও! তাহলে যে গুজব রটছিল এই সেলেব দম্পতির বিয়ের, সেটাই কি সত্যি হতে চলেছে? ২০২০-তে করোনার প্রকোপ না থাকলে হয়ত বিয়ে করতেন রণবীর-আলিয়া৷ সেই কথা নিজেই জানিয়েছেন রণবীর৷ রণবীর ও আলিয়ার পরিবারের অনেক সদস্যই এই সফরে উপস্থিত রয়েছেন। সবাইকে একসঙ্গে দেখার পর রণবীর ও আলিয়ার বিয়ের আলোচনা শুরু হয়েছে। আসলে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর স্বীকার করেছিলেন যে করোনা না থাকলে এ বছর দুজনেই বিবাহবন্ধনে আবদ্ধ হতেন। তারপর পিতৃবিয়োগ ঘটেছে তাঁর৷ ঋষি কাপুরকে হারিয়ে মর্মাহত কাপুর পরিবার৷ তবে তারপর, তাদের সবাইকে একসঙ্গে দেখে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে৷ তবে এই জল্পনা সত্যি নয়, বলেই জানিয়েছেন তাঁরা। নতুন বছরকে স্বাগত জানাতে উদযাপনের জন্যই তাঁদের এই সফর!
এতে সামিল হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোনও৷ দুই রণবীরকে নিয়ে নীতুর সেলফি বেশ ভাইরাল হয়েছে৷ সকলে মিলে যাচ্ছেন জয়পুরে নিউ ইয়ার সেলিব্রেট করতে৷ উল্লেখ্য দীপিকা-রণবীর কাপুরের প্রেম এবং বিচ্ছেদ নিয়ে অনেক সময় আলোচনা হলেও, তাঁরা এখনও ভাল বন্ধু৷ স্বামী রণবীর সিং-ও এ ব্যাপারে বেশ উদার৷ অর্থাৎ অনেক সময়ই একসঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁদের৷ এবারও তাই হচ্ছে বলে মনে করা হচ্ছে৷
২০২০ কেটেছে খারাপ সময়ের মধ্যে দিয়ে৷ সর্বস্তরের মানুষের জন্যই এই বছরটা ছিল অভিশপ্ত৷ করোনার জের চলবে ২০২১-তেও৷ এমনই বলছেন বিশেষজ্ঞরা৷ তবে ভ্যাকসিন নিয়ে আশায় বুক বাঁধছেন সকলে৷ ফলে ২০২১-কে স্বাগত জানাতে সকলেই প্রস্তুত হচ্ছেন৷ একটাই প্রার্থনা, সকলের মঙ্গল হোক৷
আলিয়া ও রণবীর কাপুরকে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র-এ দেখা যাবে৷ এবং এই ছবি থেকেই দু’জনের প্রেম শুরু হয়৷ আপাতত সেই ছবির মুক্তির অপেক্ষায় সকলে৷