• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • এক সময়ের প্রমিকা এখন অন্যের স্ত্রী! নতুন বছরকে স্বাগত জানাতে একসঙ্গেই পার্টি সকলের

এক সময়ের প্রমিকা এখন অন্যের স্ত্রী! নতুন বছরকে স্বাগত জানাতে একসঙ্গেই পার্টি সকলের

তবে ভ্যাকসিন নিয়ে আশায় বুক বাঁধছেন সকলে৷ ফলে ২০২১-কে স্বাগত জানাতে সকলেই প্রস্তুত হচ্ছেন৷ একটাই প্রার্থনা, সকলের মঙ্গল হোক৷

তবে ভ্যাকসিন নিয়ে আশায় বুক বাঁধছেন সকলে৷ ফলে ২০২১-কে স্বাগত জানাতে সকলেই প্রস্তুত হচ্ছেন৷ একটাই প্রার্থনা, সকলের মঙ্গল হোক৷

তবে ভ্যাকসিন নিয়ে আশায় বুক বাঁধছেন সকলে৷ ফলে ২০২১-কে স্বাগত জানাতে সকলেই প্রস্তুত হচ্ছেন৷ একটাই প্রার্থনা, সকলের মঙ্গল হোক৷

 • Share this:

  #মুম্বই: ২০২১-র শুরুতে কি বিয়ে করছেন রণবীর-আলিয়া? সকলে মিলে উড়ে গেলেন জয়পুরে! সঙ্গে তাঁদের পরিবার ও বন্ধুবান্ধব, যাতে সামিল রণবীর সিং-দীপিকা পাড়ুকোনও! তাহলে যে গুজব রটছিল এই সেলেব দম্পতির বিয়ের, সেটাই কি সত্যি হতে চলেছে? ২০২০-তে করোনার প্রকোপ না থাকলে হয়ত বিয়ে করতেন রণবীর-আলিয়া৷ সেই কথা নিজেই জানিয়েছেন রণবীর৷ রণবীর ও আলিয়ার পরিবারের অনেক সদস্যই এই সফরে উপস্থিত রয়েছেন। সবাইকে একসঙ্গে দেখার পর রণবীর ও আলিয়ার বিয়ের আলোচনা শুরু হয়েছে। আসলে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর স্বীকার করেছিলেন যে করোনা না থাকলে এ বছর দুজনেই বিবাহবন্ধনে আবদ্ধ হতেন। তারপর পিতৃবিয়োগ ঘটেছে তাঁর৷ ঋষি কাপুরকে হারিয়ে মর্মাহত কাপুর পরিবার৷ তবে তারপর, তাদের সবাইকে একসঙ্গে দেখে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে৷ তবে এই জল্পনা সত্যি নয়, বলেই জানিয়েছেন তাঁরা। নতুন বছরকে স্বাগত জানাতে উদযাপনের জন্যই তাঁদের এই সফর!

  এতে সামিল হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোনও৷ দুই রণবীরকে নিয়ে নীতুর সেলফি বেশ ভাইরাল হয়েছে৷ সকলে মিলে যাচ্ছেন জয়পুরে নিউ ইয়ার সেলিব্রেট করতে৷ উল্লেখ্য দীপিকা-রণবীর কাপুরের প্রেম এবং বিচ্ছেদ নিয়ে অনেক সময় আলোচনা হলেও, তাঁরা এখনও ভাল বন্ধু৷ স্বামী রণবীর সিং-ও এ ব্যাপারে বেশ উদার৷ অর্থাৎ অনেক সময়ই একসঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁদের৷ এবারও তাই হচ্ছে বলে মনে করা হচ্ছে৷

  ২০২০ কেটেছে খারাপ সময়ের মধ্যে দিয়ে৷ সর্বস্তরের মানুষের জন্যই এই বছরটা ছিল অভিশপ্ত৷ করোনার জের চলবে ২০২১-তেও৷ এমনই বলছেন বিশেষজ্ঞরা৷ তবে ভ্যাকসিন নিয়ে আশায় বুক বাঁধছেন সকলে৷ ফলে ২০২১-কে স্বাগত জানাতে সকলেই প্রস্তুত হচ্ছেন৷ একটাই প্রার্থনা, সকলের মঙ্গল হোক৷

  আলিয়া ও রণবীর কাপুরকে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র-এ দেখা যাবে৷ এবং এই ছবি থেকেই দু’জনের প্রেম শুরু হয়৷ আপাতত সেই ছবির মুক্তির অপেক্ষায় সকলে৷

  Published by:Pooja Basu
  First published: