#Viral: শহরে হাজির শামি, রোমান্টিক গানে Tiktok ভিডিও হাসিনের

#Viral: শহরে হাজির শামি, রোমান্টিক গানে Tiktok ভিডিও হাসিনের

Photo- File

হাসিনের রূপে মাতোয়ারা নেটিজেনরা, দেখে নিন Viral Tiktok Video

 • Share this:

  #কলকাতা :হাসিন জাহান, মহম্মদ শামির সঙ্গের বিতর্ক সামনে আসার পর থেকেই তাঁকে নিয়ে জনমানসে প্রচুর আগ্রহ ৷ কেউ তাঁকে পছন্দ করেন কেউ আবার তাঁকে পছন্দ করেন না ৷ কিন্তু তাকে পাত্তা দিতে নারাজ মহম্মদ শামির স্ত্রী ৷ বধূ নির্যাতন থেকে শুরু করে একাধিক মারাত্মক অভিযোগ মহম্মদ শামির বিরুদ্ধে তিনি এনেছেন বিভিন্ন সময়ে ৷এই মুহূর্তে ঐতিহাসিক Pink Ball Test  খেলতে কলকাতায় মহম্মদ শামি ৷ এদিকে ভারত বনাম বাংলাদেশ দিন-রাতের টেস্ট ম্যাচ শুরুর আগের দিনেই Tiktok ভিডিও পোস্ট করলেন হাসিন জাহান  ৷

  আরও পড়ুন - India vs Bangladesh: বিরাটকে হাসিনা -মমতার সঙ্গে আলাপ করিয়ে দিলেন খোদ ‘দাদা’, দেখুন ভিডিও

  অক্ষয় কুমার অভিনীত এয়ার লিফট ছবির জনপ্রিয় গান ‘তেরে লিয়ে দুনিয়া ছোড় দি হ্যায়’ -গানে টিকটক ভিডিও পোস্ট করলেন তিনি ৷

  এর আগেও শামির বিশেষ পারফরম্যান্সের দিনের ঠিক আগে-পরেই হাসিন জাহানকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে দেখা গেছে  বিলেতে ক্রিকেট বিশ্বকাপের মঞ্চেও শামি প্রথমে সুযোগ পাননি ৷ সুযোগ পাওয়ার পরেই আগুন ঝরিয়েছিলেন ৷

  এদিকে শামির বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পাওয়ার দিনেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি শ্যুটের ভিডিও পোস্ট করেছেন হাসিন ৷ যাতে ক্যামেরার সামনে খোলামেলা পোশাকে ধরা দিয়েছেন শামির -স্ত্রী ৷ ১৪ সেকেন্ডের ভিডিও হাসিনের লাস্য মাখা ৷ তবে হাসিন নিজের ভিডিওটি অবশ্য দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজের হ্যান্ডেল থেকে তুলে নেন ৷ তবে এর ঠিক আগের একটি পোস্টেও নিজের মনের কথা পরিষ্কার করে জানিয়েছেন তিনি তাতে লেখা যে চলে যাওয়ার সে চলে যাবে, আমি নিজেকে আরও যোগ্য প্রমাণ করতে থাকব ৷

  হাসিন 1

  আরও দেখুন

  Published by:Debalina Datta
  First published:

  লেটেস্ট খবর